Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

17 May 2024

WBP TOP 20 সুপার GK সিরিজ - 1 | WBP GK in Bengali PDF | WB Police GK PDF


নমস্কার বন্ধুরা,

আজকের পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali  শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ একশোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নোত্তরের সেটটি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস ও বিগত বছরের প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে।


"ডুমা" কোন দেশের সংসদের নাম?

[A] রাশিয়া

[B] জাপান

[C] চীন

[D] ইরান

Answer- [A] রাশিয়া

গোয়া কখন একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়?

[A] 1977

[B] 1978

[D] 1987

[C] 1980

Answer- [D] 1987

নোভাক জোকোভিচ কোন ক্ষেত্রে বিখ্যাত খেলোয়াড়?

[A] টেনিস

[B] ক্রিকেট

[C] ক্যারম

[D] টেবিল টেনিস

Answer- [A] টেনিস

ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণের জন্য নিম্নোক্ত কোনটি রেডিও কার্বন ডেটিং পদ্ধতি তে ব্যবহৃত হয় -

[A] সি - 12

[B] সি - 11

[C] সি - 14

[D] উপরের কোনওটি নয়

Answer- [C] সি - 14

'পেরিয়ার' নামে পরিচিত কে?

[A] নারায়ণ গুরু

[B] ই ভি রামাস্বামী

[C] বি. আর. আম্বেদকর

[D] জোতিরাও ফুলে

Answer- [B] ই ভি রামাস্বামী

ওস্তাদ আলী আহমদ হুসেন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

[A] সানাই

[B] তবলা

[D] বেহালা

[C] সেতার

Answer- [A] সানাই

বিশ্ব বন্যজীবন দিবস (World Wildlife Day) পালন করা হয়-

[A] ৩ মার্চ

[B] ৫ মার্চ

[C] মার্চ ৮

[D] মার্চ ১০

Answer- [A] ৩ মার্চ

Silent Valley আন্দোলনটি হয়েছিল

[A] কেরালা

[B] ওড়িশা

[C] ঝাড়খণ্ড

[D] উত্তরাখণ্ড

Answer- [A] কেরালা

সংসদের দুই টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত দিনের বেশি হবে না

[A] দুই মাস

[B] চার মাস

[C] ছয় মাস

[D] এক বছর

Answer- [C] ছয় মাস

"সানা" কোন দেশের নিউজ এজেন্সি:

[A] সৌদি আরব

[B] সংযুক্ত আরব আমিরাত

[C] সিরিয়া

[D] ইয়ামেন

Answer- [C] সিরিয়া

জাতিসংঘ সুরক্ষা কাউন্সিলের (UN Security Council) কত সদস্য রয়েছে?

[A] 10

[B] 12

[C] 15

[D] 18

Answer- [C] 15

আগ্রার দুর্গের প্রাথমিক কাঠামোগুলি নির্মিত করেছিলেন

[A] জাহাঙ্গীর

[B] শাহ জাহান

[C] আকবর

[D] হুমায়ুন

Answer- [C] আকবর

বিশ্ব সুনামি সচেতনতা দিবসটি (World Tsunami AwarenessDay) কোন তারিখে পালিত হয়?

[A] 20 অক্টোবর

[B] নভেম্বর 5

[C] নভেম্বর 10

[D] 5 ডিসেম্বর

Answer- [B] নভেম্বর 5

নিম্নলিখিতটি কোনটি ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ নয়-

[A] মান্নার উপসাগর

[B] নন্দা দেবী

[C] ভিতরকোনিকা

[D] সুন্দরবন

Answer- [C] ভিতরকোনিকা

তেহরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত?

[A] গোদাবরী

[B] ভাগীরথী

[C] সিন্ধু

[D] ব্ৰহ্মপুত্র

Answer- [B] ভাগীরথী

ভারতে Energy Conservation Act শুরু হয়

[A] 2000

[B] 2001

[C] 2003

[D] 2005

Answer- [B] 2001

রকেটের কার্যনীতি নিউটনের কোন গতি সূত্রের ওপর নির্ভরশীল ? 

[A] প্রথম সূত্র

[B] দ্বিতীয় সূত্র

[C] তৃতীয় সূত্র

[D] প্রথম ও দ্বিতীয় সূত্র

ANSWER- [C] তৃতীয় সূত্র

আলোকরশ্মি সংকট কোনে আপতিত হলে প্রতিসরণ কোন হয় -

[A] 0 ডিগ্রি

[B] 90 ডিগ্রি

[C] 30 ডিগ্রি

[D] 45 ডিগ্রি

ANSWER- [B] 90 ডিগ্রি

নিম্নের কোনটি মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম ?

[A] থাইমাস

[B] প্লীহা

[C] টনসিল

[D] প্যালাটাইন টনসিল

ANSWER- [B] প্লীহা

মেডিকেল বজ্য বহনকারী ব্যাগের রং নির্দেশনাই লাল রংয়ের নির্দেশ করে যে এতে আছে -

[A] পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ।

[B] মানুষের ব্যবচ্ছেদই অঙ্গ

[C] ব্যবচ্ছেদ ব্যবহৃত কাপড় ও তুলা

[D] ক্ষতি করে এমন কিছু নয়

ANS- [A] পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ।

নিম্নের কোন তন্তুর জন্য বায়সিনোসিস রোগ হয় ?

[A] আখ

[B] তুলা

[C] পার্ট

[D] এসবেষ্টস

ANSWER- [B] তুলা

কার্বনের পরিমান সবথেকে কম থাকে-

[A] স্টিলের মধ্যে

[B] রট আয়রনে

[C] কাস্ট আয়রন

[D] নিকেল স্টিল

ANSWER- [B] রট আয়রনে

বিশুদ্ধ সুর পাওয়া যায় - 

[A] গিটারের

[B] তানপুরায়

[C] সুরশলাকার

[D] খোলা নলে

ANSWER- [C] সুরশলাকার

নিম্নের ) মধ্যে কোনটি অপ্রাসঙ্গিক ?

[A] এড্রেনালিন

[B] পেনিসিলিন

[C] ইনসুলিন

[D] থাইরক্সিন

ANSWER- [B] পেনিসিলিন

100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্রের 1 মিনিটে কৃতকার্যের পরিমান কত ?

[A] 6000 জুল

[B] 1000 জুল

[C] 600 জুল

[D] 3600 জুল

ANSWER- [A] 6000 জুল

সালোকসংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তু সমূহ হলো - 

[A] গ্লুকোজ

[B] জল

[C] অক্সিজেন

[D] উপরের সবগুলি

ANSWER- [D] উপরের সবগুলি

তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো - 

[A] ত্বরণ

[B] সরণ

[C] ভরবেগ

[D] গতিবেগ

ANSWER- [C] ভরবেগ

একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ুষ্কাল কত ?

[A] 120 দিন

[B] 150 দিন

[C] 200 দিন

[D] 1 YEAR

ANSWER- [A] 120 দিন

বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয় -

[A] উত্তল দর্পন

[B] উত্তল লেন্স

[C] অবতল দর্পন

[C] অবতল লেন্স

ANSWER- [B] উত্তল লেন্স

No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram