Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

30 May 2024

Railway Group D 2018 Questions 17-9-2018 1st Shift

 


নমস্কার বন্ধুরা, 

আজ Railway Group D 2018 Questions 17-9-2018 1st Shift টি শেয়ার করছি, কারণ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত ২০১৮ সালের প্রশ্নপত্র গুলি দেখে রাখা আবশ্যক বলে আমরা মনে করি। এতে করে Railway Group D পরীক্ষা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই প্রশ্নপত্র গুলি বাংলায় দেওয়া হলো।


1. যতক্ষণ একটি শরীরের উপর একটি ভারসাম্যহীন বল প্রয়োগ করা হয়, তার... ক্রমাগত পরিবর্তন হতে থাকে?

উত্তর- সরানো


2. নিষিক্ত ডিম্বাণু ও জাইগোট কিসের মধ্যে একত্রিত হয়?

উত্তর- জরায়ু

• নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে।


3. লৌহ উপাদানের রাসায়নিক প্রতীক কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?

উত্তর-ল্যাটিন

• লোহার প্রতীক- Fe


4. একটি বস্তুর উপর অভিকর্ষ বল কীভাবে কাজ করে তা জানা যায়?

উত্তর- ওজন


5. অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl) এর জলীয় দ্রবণ কী?

উত্তর- হালকা অম্লীয় (pH- 7 এর কম)

• pH মান 0 থেকে 14 এর মধ্যে।


6. কে 'প্রিন্সেস অফ মাউন্টেন ট্যুরিজম' নামে পরিচিত

উত্তর- কোডাইকানাল

• কোডাইকানাল- তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।

আন্নামালাই পাহাড়ের পালনি পাহাড়ে এটি অবস্থিত?


7. ভারতীয় সংসদের উচ্চকক্ষকে কী বলা হয়?

উত্তর-রাজ্যসভা

• 80 অনুচ্ছেদের অধীনে রাজ্যসভা গঠিত হয়েছে।


8. কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে?

উত্তর - অ্যালুমিনিয়াম ধাতু


9. সাত বছরের যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছিল?

উত্তর- ইংল্যান্ড ও ফ্রান্স (১৭৫৬ থেকে ১৭৬৩)

• সাত বছরের যুদ্ধ শেষ হয় - 1763 খ্রিস্টাব্দে প্যারিস চুক্তির মাধ্যমে


10. অধাতু কোন আকারে পাওয়া যায়?

উত্তর- কঠিন, তরল এবং গ্যাস এই তিনটি রূপে।

• অ-ধাতুগুলি তাপ এবং বিদ্যুতের দুর্বল পরিবাহী।


11. বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা কোন দেশের?

উত্তর- কানাডা

• ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে – গুজরাট


12. কোন টিস্যু উদ্ভিদে নমনীয়তা সৃষ্টি করে?

উত্তর- কোলেনকাইমা (ম্যাক্রোআঙ্গুলার টিস্যু)


13. কোন মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গত হয়?

উত্তর- সালোকসংশ্লেষণ থেকে

• CO₂ শোষিত হয় এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন নির্গত হয়।


14. চলচ্চিত্রের ক্ষেত্রে সেরা অভিনয়ের জন্য প্রতি বছর একাডেমি পুরস্কার (অস্কার) কোন দেশে আয়োজিত হয়?

উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র

• অস্কার পুরস্কারের শুরু – 1929 খ্রি


15. কবুতর কোন ধরনের রক্তের প্রাণী?

উত্তর- উষ্ণ রক্ত


16. আধুনিক পর্যায় সারণীতে, কোন গোষ্ঠীর মৌলের বাইরের খোল সম্পূর্ণ?

উত্তর- 18 তম গ্রুপ

আধুনিক পর্যায় সারণি কিসের ভিত্তিতে – মৌলের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে

আধুনিক পর্যায় সারণী কে দিয়েছেন – মোসেলি (1913)


17. পৃথিবীর ভর কত?

উত্তর- 6×1024 কেজি

পৃথিবীর ঘনত্ব – 5.52 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার


18. পোর্পোজ প্রাণী কোন শব্দ উৎপন্ন করতে পারে?

উত্তর- আল্ট্রাসাউন্ড

• অতিস্বনক তরঙ্গ - 20,000 Hz এর উপরে শব্দ বলা হয়।

• অডিও তরঙ্গ - 20 Hz থেকে 20,000 Hz

• ইনফ্রাসাউন্ড তরঙ্গ - 20 Hz এর নিচে


19. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তর- কঠিন মাধ্যম

• শব্দের সর্বনিম্ন গতি – গ্যাস


20. ট্রাফিক নিয়ন্ত্রণে রোবট ব্যবহার করা ভারতের প্রথম শহরের নাম কী?

উত্তর- ইন্দোর


21. দয়ানন্দ সরস্বতী কোন মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তর- আর্য সমাজ

• কখন – 1875, কোথায় – বোম্বে


22. কর্মক্ষমতা ক্ষেত্রে তাদের ব্যতিক্রমী কর্মক্ষমতা, উদ্ভাবন ক্ষমতা, উৎপাদনশীলতা এবং অসাধারণ সাহসিকতার জন্য কর্মীদের অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়?

উত্তর- শ্রম পুরস্কার


23. কোনো বস্তু যখন বৃত্তাকার পথে চলে, তখন ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করা হয় তাকে কী বলে?

উত্তর-কেন্দ্রীয় বল

• কেন্দ্রীভূত বল (F) = MV²/r (M- ভর, V- বেগ, r- ব্যাসার্ধ)


24. পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করে না?

উত্তর- চাপ


25. হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের ভরের অনুপাত সবসময় কত?

উত্তর: 1:8

• আয়তনে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত – 2:1


26. কোন কেন্দ্রীয় মন্ত্রী পাওয়ারলুম সেক্টরের প্রচারের জন্য 'পাওয়ার টেক্স ইন্ডিয়া স্কিম' চালু করেছিলেন?

উত্তর - স্মৃতি ইরানি


27. এক ধরনের প্রজনন যা উদ্ভিদের একটি অংশ নতুন অংশে পরিণত হয় তাকে কী বলা হয়?

উত্তর - উদ্ভিজ্জ বংশবিস্তার


28. ওয়াশিং সোডার এক অণুতে পানির কত অণু থাকে?

উত্তর-10

• সোডিয়াম কার্বনেটের সাধারণ নাম হল ওয়াশিং সোডা।

No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram