Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

11 July 2023

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) PART-2 সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 2

  প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।


শূন্যস্থান পূরণ প্রশ্নোত্তর : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / Madhyamik Life Science Question and Answer : 

শূন্যস্থান পূরণ প্রশ্নোত্তর :  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়  সাজেশন / WBBSE Class 10th Life Science Suggestion :: 

দশম শ্রেণীর  জীবন বিজ্ঞান
অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১)
PART - 2


1. অ্যামিবার গমন পদ্ধতি হল ______ ।

Ans :অ্যামিবয়েড

2. গমনে সক্ষম উদ্ভিদ হল ______ ।

Ans :ভলভক্স

3. অস্থিসন্ধিগুলি ______ বন্ধনি দ্বারা আবদ্ধ থাকে ।

Ans :লিগামেন্ট

4. ______ পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে ।

Ans:গ্যাস্ট্রোকনেমিয়াম

5. ক্ষণপদ ______ গমন অঙ্গ ।

Ans :অ্যামিবার

6. মাছের ______ ও শ্রোণিপাখনা হল জোড় পাখনা ।

Ans :বক্ষ পাখনা

7. পাখির উড্ডয়ন দু-প্রকার ______ ও ______ ।

Ans : ফ্ল্যাপিং, গ্লাইডিং

8. ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ______ উদাহরণ ।

Ans :ফোটোট্যাকটিক

9. সল জেল পরিবর্তনের সাহায্যে ______ প্রাণীর গমন ঘটে ।

Ans :অ্যামিবা

10. ______ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন

Ans : রেজোন্যান্ট রেকোর্ডার

11. রোটেশন সাহায্যকারী পেশি হল ______ |

Ans :পাইরিফরমিস পেশি

12. প্রানী হরমোন _______ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।

Ans :অনাল

13. _______ একটি গ্যাসীয় হরেমান।

Ans :ইথিলিন

14. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম ______ |

Ans :মায়োটোম

15. সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল ______ ।

Ans :হেলিওট্রপিজম

16. _______ হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে।

Ans :সাইটোকাইনিন

17. বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার ______ চলন ।

Ans  : প্রকরণ

18. ডাবের জল _______ হরমোন থাকে।

Ans : কাইনিন

19. গমনে অক্ষম  প্রাণী _______ ।

Ans :স্পঞ্জ

20. উদ্ভিদ হরমোন _______ কলা থেকে উৎপন্ন হয় ।

Ans :ভাজক

21. _______ এটি স্টেরয়েড হরমোন।

Ans :ইস্ট্রোজেন

22. হরমোনকে _______ সমম্বায়ক বলে।

Ans :রাসায়নিক

23. প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন _______ ।

Ans :অক্সিন

24._______ একটি প্রোটিন হরমোন।

Ans :ইনসুলিন

25. _______ অন্তঃক্ষরা গ্রন্থি না হয়েও অন্তঃক্ষরা তন্ত্রের কার্য নিয়ন্ত্রন করে

Ans :হাইপোথ্যালামাস

26. _______ হরমোন ক্লোরোফিল বিনষ্টিকরণ বিলম্বিত করে।

Ans :সাইটোকাইনিন

27. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় _______ হরমোন।

Ans: জিব্বেরেলিন

28._______ ঘনত্বে অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটায়।

Ans:বেশি

29. _______ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন।

Ans :FSH

30. _______ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।

Ans :কাইনিন

31. গুরুমস্তিষ্কের অর্ধগোলক দুটি ___________ নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে।

Ans :করপাস ক্যালোসাম

32. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোন হল ________ ।

Ans   :জিব্বেরেলিন

33. _______ হল অ্যান্টি জিব্বেরেলিন হরমোন।

Ans :অ্যাবসিসিক অ্যাসিড

34.__________ -এর দ্বিনেত্রি দৃষ্টি দেখা যায়।

Ans:মানুষ

35. _______ একটি অ্যামাইনো হরমোন।

Ans :থাইরক্সিন

36. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের _______ রোগ হয়।

Ans :ক্রেটিনিজম

37. মস্তিষ্কের ফাঁপা স্থানকে ____________ বলে।

Ans:[ভেন্ট্রিকল]

38.___________ হল মেনিনজেসের বাইরের স্তর।

Ans :ডুরাম্যাটার

39.  _______ একটি অ্যান্টিডায়াবেটিক হরমোন।

Ans :ইনসুলিন

40. __________ স্নায়ুকলার ধারক কোশ হিসেবে কাজ করে।

Ans :নিউরোগ্নিয়া



পূর্বে যা আলোচনা করা হয়েছে :: 

1..PART - 3 ::  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 3 ..   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।



2. PART -4 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 4


3. PART - 1 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 1




 




No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram