Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

12 July 2023

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) PART -3 সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 3

   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।




দশম শ্রেণীর  জীবন বিজ্ঞান
অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১)
PART - 3

সঠিক জোড় টি লেখো :: 

1. পুং গোনাড : শুক্রাশয় :: স্ত্রী গোনাড : ________ ।
Ans :ডিম্বাশয়

2. ADH : ভেসোপ্রেসিন :: অক্সিটোসিন : ________ ।
Ans :পিটোসিন

3. প্রাকৃতিক হরমোন : অক্সিন : : প্রকল্পিত হরমোন : ________ ।
Ans :ফ্লোরিজেন

4. প্রোটিন হরমোন : ইনসুলিন :: স্টেরয়েড হরমোন : ________ ।
Ans  :ইস্ট্রোজেন

5. সেরিব্রামের ভাঁজ : গাইরাস :: সেরিব্রামের খাঁজ : _________ ।
Ans :সালকাস

6. অ্যামিবা : সিউডোপপাডিয়া :: ইউগ্লিনা : ________ ।
Ans :ফ্ল্যিাজেলা

7. ফিমার : পায়ের অস্থি :: রেডিয়াস : ________ ।
Ans :হাতের অথি

8. মায়োপিয়া : অবতল লেন্স :: হাইপারমেট্রোপিয়া : ________ ।
Ans :উত্তল লেন্স

9. পিটুইটারির ওজন : 500 mg :: থাইরয়েডের ওজন : ________ ।
Ans :20 gm

10. সরল প্রতিবর্ত : সুষুম্নাকাণ্ড :: জটিল প্রতিবর্ত : ________ ।
Ans :মস্তিষ্ক

11. বৃহত্তম অক্ষিগাোলক : ঘোড়ার :: ক্ষুদ্রতম অক্ষিগোলক : ________ ।
Ans :বাঁদরের

12.ক্ষুদ্রতম অন্তঃক্ষরাগ্রন্থি : পিটুইটারি :: বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি : ________ ।
Ans :থাইরয়েড

13.বামনত্ব : STH :: গয়টার : ________ ।
Ans :TSH

14. টিউলিপ ফুল : থার্মোন্যাস্টি :: পদ্ম ফুল : ________ ।
Ans :ফোটোন্যাস্টি


15.বৃক্ক নিঃসৃত হরমোন : এরিথ্রোপোয়েটিন :: হৃৎপিণ্ড নিঃসৃত হরমোন : ________ ।
Ans :ANF

16. দূরবন্ধ দৃষ্টি : হাইপারমেট্রোপিয়া :: নিকট বন্ধ দৃষ্টি : ________ ।
Ans :মায়োপিয়া 

17.রড কোশ : মৃদু আলো :: কোন কোশ : _________ ।
Ans :উজ্জ্বল আলো .

18.অগ্রস্থ প্রকটতা : অক্সিন :: কাক্ষিক মুকুলের বৃদ্ধি : ________ ।
Ans :কাইনিন

19.প্রতিসারক মাধ্যম : লেন্স :: প্রতিবিম্ব গঠন ________ ।
Ans :রেটিনা

20.জিব্বেরেলিন : অ্যাসিটাইল CoA :: ইথিলিন : ________ ।
Ans :মিথিওনিন 

21.রড কোশ : 110-125 মিলিয়ন :: কোন কোশ _________ ।
Ans :6-7 মিলিয়ন

22.স্তন্যপায়ীদের করোটিয় স্নায়ু : 12 জোড়া :: মাছের করোটিয় স্নায়ু: ________ ।
Ans :10 জোড়া

23.মিশ্র গ্রন্থি : শুক্রাশয় :: বহিক্ষরা গ্রন্থি : ________ ।
Ans :লালাগ্রন্থি


24.সল ও জেল মতবাদ : অ্যামিবয়েড গমন :: মেটাক্রোনাল ছন্দ ________ ।
Ans :সিলিয়ারী গমন

25. ভ্রূণমুকুলাবরণী : অক্সিন :: ডাবের জল : ________ ।
Ans :কাইনিন

26. স্নায়ুতন্তু : এন্ডোনিউরিয়াম :: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : ________ ।
Ans :মেনিনজেস

27. গ্রাহক প্রবর্ধক : ডেনড্রন :: প্রেরক প্রবর্ধক : ________ ।
Ans :অ্যাক্সন

বিসদৃশ শব্দটি বেছে লেখো ::

1. ভুট্টার সস্য, ডাবের জল, অঙ্কুরিত চারাগাছ, টম্যাটোর রস।
Ans :অঙ্কুরিত চারাগাছ

2. হিউমেরাস, টিবিয়া, আলনা, কারপাল ।
Ans :টিবিয়া

3. পদ্ম, সূর্যমুখী, ফোটোন্যাস্টিক, টিউলিপ ।
Ans :টিউলিপ

4.ট্রপিক চলন, ফুলফোটা, অগ্রন্থ প্রকটতা, মুকুললাম ।
Ans :ফুলফোটা

5. IAA, IBA, IPA, NAA ।
Ans :IAA

6.এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাক্টর, ফ্লেক্সন ।
Ans :অ্যাডাক্টর


7.ভেগাস, অপটিক, ফেসিয়াল, ট্রাইজেমিনাল।
Ans :অপটিক

8.নিজল দানা, র‍্যানভিয়ারের পর্ব, সোয়ান কোশ, অ্যাক্সোপ্লাজম।
Ans :নিজল দানা

9.গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন, লন ইনসুলিন, সোমাটোস্টেটিন ।
Ans :অ্যাড্রিনালিন

10.ক্রেটিনিজম, মিক্সিডিমা, গয়টার, বামনত্ব ।
Ans :বামনত্ব

11.GH, ADH, ইনসুলিন, FSHT ।
Ans :ইনসুলিন

12.মায়োপিয়া, ক্যাটারাক্ট, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া।
Ans :ক্যাটারাক্ট

13.লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালি, ভেস্টিবিউল, গুরু মস্তিষ্ক ।
Ans :গুরুমস্তিষ্ক

14. পাইরিফরমিস পেশি, অ্যাডাকটর ম্যাগনাস, ল্যাটিসিমাস ডরসি, লংগাস ।
Ans :পাইরিফরমিস পেশি

15. কেমোন্যাস্টিক, কলসপত্রী, সন্ধ্যামালতি, সূর্যশিশির ।
Ans :সন্ধ্যামালতি

পূর্বে যা আলোচনা করা হয়েছে :: 

1..PART - 4 ::  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 4..   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।



2. PART -2 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 2


3. PART - 1 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 1


No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram