প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।
উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / Madhyamik Life Science Question and Answer ::
উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন / WBBSE Class 10th Life Science Suggestion ::
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান
অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১)
PART - 4
উত্তরভিত্তিক প্রশ্নোত্তর ::
1.পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?
Ans : উদ্দীপক বলে ।
2.ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?
Ans : অ্যামিবার ।
3.একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।
Ans: পায়রা মুখ্য খেচর প্রাণী ।
4. গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও ।
Ans: ভলবস্ক ।
5. লঘুমস্তিষ্কের যোজককে কী বলে ?
Ans: ভারমিস ।
6.উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?
Ans : ট্যাকটিক চলন ।
7. একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও ।
Ans : মাছ মুখ্য জলজ প্রাণী ।
8. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?
Ans: ক্ল্যামাইডোমোনাস ।
9. একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও ।
Ans: সাইটোকাইনিন ।
10.ব্ল্যানভিয়ারের পর্ব নিউরোনের কোথায় থাকে ?
Ans: অ্যাক্সনে ।
11. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও ।
Ans : ডেলটয়েড পেশি।
12. দু’টি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কী ?
Ans: সাইনোভিয়াল তরল ।
13চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো ।
Ans: অপটিক স্নায়ু ।
14.প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?
Ans: কুমড়ো গাছের কাণ্ডের রোমে ।
15.গুরুমস্তিষ্কের যোজককে কী বলে ?
Ans: করপাস ক্যালোসাম ।
16. উদ্ভিদের কোশ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী ?
Ans: সাইটোকাইনিন ।
17.CSF- এর পুরো নাম লেখো ।
Ans: Cerebro Spinal Fluid .
18. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?
Ans: ন্যাস্টিক চলন ।
19.একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও ।
Ans: ভেগাস ।
20. সংবেদনশীলতা বলতে কি বোঝ?
উঃ-উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে।
21. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?
Ans : নিকটিন্যাস্টিক চলন ।
22. কোন কোন উদ্ভিদের গমন দেখা যায়?
Ans-ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম
23. প্রকরণ চলন লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে?
Ans-বনচাঁড়াল
24. সার্কুলেশন লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে?
Ans -কুমড়ো গাছের কান্ডের রোমে
25. রসস্ফীতির কারণে যে চলন ঘটে তাকে কি বলে?
Ans-প্রকরন চলন
26. কোন বিজ্ঞানী উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত ঘটনা প্রমাণ করে দেখান?
Ans-আচার্য জগদীশচন্দ্র বসু
27. প্রকরণ চলন কোথায় দেখা যায় ?
Ans: বনচাঁড়ালের পত্রকে ।
28. উদ্ভিদের কয় প্রকার চলন লক্ষ্য করা যায়?
উঃ-ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক.
29. একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও ।
Ans: চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় ।
30. দু’টি স্নায়ুকোশের সংযোগস্থলকে কী বলে ?
Ans: সাইন্যাপ্স ।
31.স্নায়ুকোশের মৃত্যুর পর কে তার স্থান দখল করে ?
Ans: নিউরোগ্লিয়া ।
32.অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী ?
Ans: ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ( IAA ) ।
33. একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও ।
Ans: অ্যাসিটাইল কোলিন ।
34. কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে ?
Ans: কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ
35. স্নায়ুর আবরণকে কী বলে ?
Ans: এপিনিউরিয়াম ।
36. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
Ans: লঘুমস্তিষ্ক ।
37. স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন ?
Ans: সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে ।
38. একটি অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ দাও?
উঃ-হরমোন
39. রোটেশন লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে?
উঃ-পাতা শেওলার পাতার কোষে
40. নিকোটিন্যাস্টি চলন কোন উদ্ভিদে লক্ষ্য করা যায়?
উঃ-তেঁতুল গাছের পাতায়
41.নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় কোন উদ্ভিদে?
উঃ-সুন্দরী গাছে
42.উদ্ভিদ হরমোনের উৎস কোথায়?
উঃ-বর্ধনশীল অঙ্গের ভাজক কলায়
43.উদ্ভিদের নাইট্রোজেন বিহীন হরমোন কোনটি?
উঃ-জিব্বেরেলিন
44. একটি প্রকল্পিত হরমোনের নাম লেখ?
উঃ-ফ্লোরিজেন
44.অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি?
উঃ-ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA)
45.পার্থেনোকার্পি কি?
উঃ-বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি
46. প্রাণী হরমোনের উৎস কি?
উঃ-অন্তক্ষরা গ্রন্থি
47.TSH এর পুরো নাম কি?
উঃ- Thyroid stimulation hormone
48.জনন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনগুলি?
উঃ- টেস্টোস্টেরন (পুরুষদের); প্রোজেস্টেরন (মহিলাদের)
49.নারকেলের তরল সস্যে কোন অ্যাসিড থাকে?
উঃ-সাইটোকাইনিন
50.স্টেরয়েডধর্মী প্রাণী হরমোন কোনগুলি?
উঃ-টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন
51.কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলা হয়?
উঃ-অগ্ন্যাশয়
52.জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম কি?
উঃ- জিব্বেরেলিক অ্যাসিড (GA)
53.ট্যাকটিক চলন লক্ষ্য করা যায় এমন একটা উদ্ভিদের নাম লেখ?
উঃ-ফার্ন গাছ
54.উদ্ভিদ হরমোন কয় প্রকার?
উঃ-তিন প্রকার (অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন)
55.উদ্ভিদের ক্ষারীয় হরমোন কোনটি?
উঃ-সাইটোকাইনিন
56.অক্সিন হরমোনের আবিস্কারক কে?
উঃ-ভেন্ট(Went,1928)
57.কোন বিজ্ঞানী উদ্ভিদদেহে হরমোনের উপস্থিতি জানতে পারেন?
উঃ-চার্লস ডারউইন,1881সালে
58.উদ্ভিদ হরমোনের পরিবহনের ধরন কি?
উঃ- ব্যাপন প্রক্রিয়ায়, জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে বাহিত হয়
59.কোন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়?
উঃ-অক্সিন
60.জিব্বেরেলিক অ্যাসিডের আবিস্কারক কে?
উঃ-ক্যুরোশোয়া
61.একটি গ্যাসীয় হরমোনের নাম লেখ?
উঃ-ইথিলিন
62. TRH এর পুরো নাম কি?
উঃ- থাইরোট্রফিন রিলিজিং হরমোন
63.কতকগুলি অন্তক্ষরা গ্রন্থির উদাহরণ দাও?
উঃ- পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনাল, জনন গ্রন্থি
64.প্রাণী হরমোন কার মাধ্যমে পরিবাহিত হয়?
উঃ- রক্ত ও লসিকার মাধ্যমে
65.প্রানী হরমোনের প্রকৃতি কিরুপ?
উঃ-প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েডধর্মী
66.ন্যাস্টিক চলন কয় প্রকার?
উঃ-পাঁচ প্রকার (ফোটোনাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, নিকোটিন্যাস্টিক, কেমোন্যাস্টিক)
67.ট্রপিক চলন কয় প্রকার?
উঃ-তিন প্রকার (ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক)
68. কোন প্রকার চলনকে সামগ্রিক চলন বলা হয়?
উঃ-ট্যাকটিক চলন
69.কোন প্রকার চলন হরমোন দ্বারা প্রভাবিত হয়?
উঃ-ট্রপিক চলন (অক্সিন হরমোন দ্বারা)
70.অ্যামিবার গমনকে কী বলে ?
Ans : অ্যামিবয়েড গতি ।
71. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?
Ans : কৃত্রিম অক্সিন (2, 4-D)।
72. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?
Ans : জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।
73.হরমোনের পরিণতি কী ?
Ans : হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।
74. GH এর কম ক্ষরণে কী রোগ হয় ?
Ans : বামনত্ব বা ডোয়ারফিজম।
75. GH এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?
Ans : জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব।
76. অ্যাক্রোমেগালি রোগ কী কারণে হয় ?
Ans : STH এর অধিক ক্ষরণের ফলে হয়।
77. কারক কাকে বলে ?
Ans : যে সব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইফেকটর বলে। যেমন—গ্রন্থি ও পেশি ।
78 . স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধকের নাম কী ?
Ans : অ্যাক্সন ।
79 . অ্যাক্সনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলিকে কী বলে ?
Ans: প্রান্তবুরুশ বলে ।
80. একটি ইফারেন্ট স্নায়ুর (আজ্ঞাবহ স্নায়ু) উদাহরণ দাও ।
Ans : অকিউলোমোটর স্নায়ু ।
81 .নিউরোন কত প্রকারের ?
Ans : নিউরোন প্রধানত তিন প্রকারের, যথা—(i) সংজ্ঞাবহ নিউরোন, (ii) আজ্ঞাবহ নিউরোন ও (ii) সহযোগী নিউরোন।
82. স্নায়ুতন্ত্রের একক কী ?
Ans: স্নায়ুকোশ বা নিউরোন।
83. একটি নিউরোহরমোনের উদাহরণ দাও।
Ans : ভেসোপ্রেসিন বা ADH ।
84 . কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কী কী?
Ans : মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড ।
85.ভিট্রিয়াস হিউমর কোথায় থাকে ?
Ans: লেন্স-এর পশ্চাদ প্রকোষ্ঠে থাকে ।
86. চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
Ans: রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ।
87. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান কোনটি ?
Ans: নিউরোন বা স্নায়ুকোশ ।
88.সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূঁচালো অংশকে কী বলে?
Ans: ফাইলাম টারমিনেল ।
89. প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো ।
Ans: খেতে খেতে শ্বাসনালিতে কিছু আটকে গেলে বিষম খাওয়া বা কাশি হওয়া ।
90. লেন্স এর কাজ কী ?
Ans : আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় ফোকাস সৃষ্টি করে ।
91. GH-এর পুরো নাম কী ?
Ans : গ্রোথ হরমোন ।
92. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় ?
Ans : অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন।
93. গুরুমস্তিষ্কের কটি গোলার্ধ এবং কী কী?
Ans: দুটি গোলার্ধ-বাম গোলার্ধ ও ডান গোলার্ধ ।
94. একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও ।
Ans : ট্রাইসেপস ।
95. একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।
Ans: থাইরোট্রফিক হরমোন বা TSH ।
96. মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?
Ans: শ্বেত রক্তকণিকা ।
97. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?
Ans : ফিমার ।
98. উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?
Ans: অক্সিন।
99. জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।
Ans: জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।
100. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?
Ans: অ্যাডাকশন বলে।
101. রোটেশন কাকে বলে?
Ans: যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে ।
102.একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও ।
Ans: ল্যাটিসিমাস ডরসি ।
103.পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?
Ans: সাইটোকাইনিন।
104.একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?
Ans: অ্যাড্রিনালিন।
105. GTH এর পুরো নাম কী ?
Ans : গোনাডোট্রফিক হরমোন।
106.LTH হয় পুরো নাম কী ?
Ans : লিউটোট্রফিক হরমোন।
107. লঘুমস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোজক কোনটি ?
Ans: ভারমিস ।
108. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের?
Ans : স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুপ্রকারের যথা- সমবেদী ও পরাসমবেদী ।
109.LH হয় পুরো নাম কী ?
110. প্রাণী হরমোনের উৎস কী ?
Ans: এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।
পূর্বে যা আলোচনা করা হয়েছে ::
No comments:
Post a Comment