Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

10 July 2023

মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়)( PART - 3) প্রশ্ন ও উত্তর | অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর / Madhyamik History Question and Answer

   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস এর প্রথম অধ্যায় - ইতিহাসের ধারণা প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে ইতিহাসের ধারণা অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।




ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) – মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর / West Bengal Madhyamik Class 10th History Question and Answer 

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | Madhyamik History Question and Answer    ::-

দশম শ্রেণীর  ইতিহাস
অধ্যায় - ইতিহাসের ধারণা
PART - 3

1. সত্যজিৎ রায় পরিচালিত দু’টি চলচ্চিত্রের নাম লেখো ।
Ans: পথের পাঁচালী ,  হীরক রাজার দেশে  ।

2. পরিবেশ ইতিহাসচর্চা সম্পর্কে দু’টি গ্রন্থের লেখো । 
Ans:   সাইলেন্ট স্প্রিং   – র্যাচেল কারসন ,  
 প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা – ড : শুভেন্দু গুপ্ত । 

3. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
Ans: দ্বারকনাথ বিদ্যাভূষণ ।

4. কবে , কাদের হারিয়ে মোহনবাগান IFA শিল্ড লাভ করে ? 
Ans: 1911 খ্রিস্টাব্দে , ব্রিটিশদের ইয়র্ক ক্লাবের বিরুদ্ধে । 

5.  ভারতের প্রথম কবে ও কোথায় রেল পথ  চালু হয় ? 
Ans: 1853 সালে মুম্বাই থেকে থানে । 

6. রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম কী ?, কবে প্রকাশিত হয় ? 
Ans: 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত রবীন্দ্রনাথের আত্মজীবনীর নাম জীবনস্মৃতি । 

7. বাংলার লোকনৃত্য কী নামে পরিচিত ? 
Ans: ছৌ – নাচ । 

8. রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবনস্মৃতি থেকে কী জানা যায় ? 
Ans: সমকালীন ভারতীয় রাজনৈতিক কর্মসূচিতে ঠাকুরবাড়ির সদস্যদের অংশগ্রহণ , স্বদেশি যুগের শিক্ষা ব্যবস্থা , হিন্দুমেলা সম্পর্কে বিশদ বিবরণ জানা যায় ।

9. মেধা পটেকর কে ? 
Ans: নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী । 

10.  জীবনের ঝরাপাতা কার রচনা ? এই গ্রন্থ থেকে আমরা কী জানতে পারি ? 
Ans: এটি সরলাদেবী চৌধুরাণী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ । এর থেকে তৎকালীন ভারতীয় কৃষক , শ্রমিক শ্রেণির প্রতি ব্রিটিশ শাসকদের অন্যায় , অত্যাচার ও এর বিরুদ্ধে ছাত্র – যুবক শ্রেণির বিপ্লবী কর্মধারা সম্পর্কে জানা যায় । 

11.  বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি ? 
Ans: সত্তর বছর । 

12. ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ?
Ans: ইন্টারনেটের ব্যবহারে যেকোনো তথ্য খুব অল্প সময়ে , অল্প খরচে এবং অল্প পরিশ্রমে পাওয়া যায় , যা দ্রুত গবেষণা বা পাঠ প্রস্তুতিতে সাহায্য করে । 

13.ফটোগ্রাফিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কী ? 
Ans: ফটোগ্রাফিতে বাস্তব দৃশ্য ধরা পড়ে , এতে ইতিহাসচর্চার কাল্পনিক দিক থাকে না । এছাড়া বাস্তব ঘটনা অপরিবর্তিতভাবেই আমাদের কাছে প্রকাশ পায়।

14. ইতিহাসর মাটি ইতিহাসর জল গানটি কে রচনা করেন ? 
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর । 

15. দু’টি পরিবেশ বিষয়ক আন্দোলনের নাম লেখো । 
Ans: নর্মদা বাঁচাও আন্দোলন , চিপকো আন্দোলন । 

16. ভারতের প্রথম চলচিত্র কোনটি ?
Ans: জামাই ষষ্টি ।

17. খাদ্যভাসের ইতিহাসচর্চার দু’টি বৈশিষ্ট্য লেখো ।
Ans: 1) খাদ্যাভাসের ইতিহাসচর্চা জাতীয়তাবোধের সৃষ্টি করে এবং 2) বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারা যায় । এটা জাতীয়তাবোধকে যেমন উদ্বুদ্ধ করে , ঠিক তেমনি জাতীয় আন্দোলনের হাতিয়ার হিসেবেও কাজ করে । 

18. স্বাধীনতার পরবর্তীকালে রচিত দু’টি নাটকের নাম লেখো ।
Ans: বিজন ভট্টাচার্যের —  নবান্ন   , উৎপল দত্তের –   টিনের তলোয়ার   । 

19. নতুন সামাজিক ইতিহাসের প্রধান বিষয়বস্তু কী ?
Ans: সাধারণ মানুষের ইতিহাস । 

20.ফটোগ্রাফিচৰ্চায় দু’জন উল্লেখযোগ্য বাঞ্জলির নাম লেখো । 
Ans: উপেন্দ্রকিশোর রায়চৌধুরি এবং সুকুমার রায় । 

21. সাবল্টার্ন স্টাডিজ বলতে কী বোঝো ? 
Ans: জাতি , ধর্ম , বর্ণ , শ্রেণি প্রভৃতি নির্বিশেষে নিম্নবর্গের মানুষের জীবনযাত্রা , সংস্কৃতি , জনস্বাস্থ্য ইত্যাদি নিয়ে যে ইতিহাসৰ্চা তা – ই সাবল্টার্ন স্টাডিজ । 

22.  ভারতমাতা ছবিটি কার আঁকা ? 
Ans: অবনীন্দ্রনাথ ঠাকুরের । 

23. নারী ইতিহাসচর্চার গুরুত্ব কী ? 
Ans: এর দ্বারা সমাজে নারী সমাজের যথার্থ ভূমিকা ও অবদানকে মর্যাদা দেওয়া হয় ও ইতিহাসে নারীর ভূমিকা সম্পর্কে জানা যায় । 

24.  বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনীর নাম কি ? 
Ans: সত্তর বছর । 

25. ভারতীয় স্থাপত্যের ইতিহাস সংক্রান্ত গবেষকের নাম লেখো । 
Ans: জেমস ফারগুসন , পারসি বোরো , তারাপদ সাঁতরা । 

26.  "ডিড উইমেন হ্যাভ আ  রেনেসাঁ " গ্রন্থটি কে রচনা করেন ? 
Ans: জোয়ান কেলি । 

27. স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসের বৈশিষ্ট্য কী ?
Ans: এর থেকে ছোটো ছোটো ঘটনার বিবরণ জানা যায় যা জাতীয় ইতিহাস নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে । 

28. বঙ্গীয় নাট্যশালার ইতিহাস গ্রন্থটি কে রচনা করেন ? 
Ans: ব্রজেন্দ্রনাথ বন্দোপাধ্যায় । 

29. নতুন সামাজিক ইতিহাস কী ?
Ans: আধুনিক ইতিহাসচর্চায় রাজা – মহারাজা এবং অভিজাত সম্প্রদায় ছাড়াও সমাজের নিম্নবর্গীয় কৃষক , শ্রমিক , দিনমজুর এবং নারী সম্প্রদায়কে নিয়ে যে ইতিহাসচর্চা তাকে নতুন সামাজিক ইতিহাস বলে । 

30. কলকাতা সংক্রান্ত গ্রন্থটি কে রচনা করেন ? 
Ans: পূর্ণেন্দু পত্রী । 

31.স্মৃতিকথা কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হয় ? 
Ans: 1947 খ্রিস্টাব্দে দেশভাগের ইতিহাস , জাতিদাঙ্গা উদ্বাস্তু জীবন বিভিন্নভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখায় , স্মৃতিকথায় সুন্দরভাবে ফুটে উঠেছে , যা উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ । 

32. কোন দশককে নতুন সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ বলা যায় ? 
Ans: 1970 – এর দশকে । 

33. নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা কবে হয়েছিল ?
Ans: 1982 খ্রিস্টাব্দে ।

34. অ্যানাল স্কুল কী ? 
Ans: মার্ক ব্লখ , লুসিয়ান ফেবরের তত্ত্বাবধানে   অ্যানালম অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি   পত্রিকা প্রকাশিত হয় । এর থেকেই যে গোষ্ঠী গড়ে ওঠে , তা অ্যানাল স্কুল নামে পরিচিত । 

35.ইন্টারনেট ব্যবহারের দু’টি অসুবিধা লেখো ।
Ans: 1) ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের সত্যতা সবসময় নিশ্চিত থাকে না । 2) সর্বদা এইসমস্ত তথ্যের জন্য সূত্রও দেওয়া থাকে না ।

36. ইতিহাসয় কীর্তনের প্রবক্তা কে ? 
Ans: শ্রী চৌতন্য দেব ।

37. স্থানীয় ইতিহাসচর্চা কেন গুরুত্বপূর্ণ ?
Ans: প্রাচীন ইতিহাসচর্চায় দেশ , বিদেশ , মহাদেশ প্রভৃতি বিশাল অঞ্চল আলোচিত হয়েছে , যা কোনো ছোটো স্থানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে পারে না । তাই জাতীয় ইতিহাস রচনা করতে গেলে স্থানীয় ইতিহাসের ওপর নির্ভর করতে হয় ।

38.খাদ্যভাসের ইতিহাসচর্চার দু’টি বৈশিষ্ট্য লেখো ।
Ans: 1) খাদ্যাভাসের ইতিহাসচর্চা জাতীয়তাবোধের সৃষ্টি করে এবং 2) বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভাস সম্পর্কে জানতে পারা যায় । এটা জাতীয়তাবোধকে যেমন উদ্বুদ্ধ করে , ঠিক তেমনি জাতীয় আন্দোলনের হাতিয়ার হিসেবেও কাজ করে । 

39. ভারতে কবে ক্যমেরা বা ফটো তোলার যন্ত্র আসে ? 
Ans: 1850 সালে । 

40. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ? 
Ans : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।



No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram