উত্তর : ক্লোরোপ্লাস্ট।
2. টায়ালিন উৎসেচকটি কী ধরনের খাদ্যের ওপর ক্রিয়া করে?
উত্তর : সিদ্ধ শ্বেতসার ।
3. স্পঞ্জের দেহের উপরিভাগে অবস্থিত বড়ো ছিদ্রটিকে কী বলে?
উত্তর : অসকিউলামউত্তর : কেঁচো ।
5. একাইনোডার্মাটা প্রাণীদের নালিকাপদ বা টিউবফিট-এর কাজ কী?
উত্তর : গমন, খাদ্যগ্রহণ ও শ্বসন।
6. ডিসলেক্সিয়া রোগের জন্য কোন্ ধাতু দায়ী?
উত্তর : সিসা (Pb)
7. গণের নামকরণে প্রথম অক্ষরটি ______ হরফে লিখতে হবে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : বড়োউত্তর : টায়ালিন সিদ্ধ শ্বেতসার-কে পরিপাক করে মলটেজে পরিণত করে ।
9. সায়ানো ব্যাকটেরিয়া শ্রেণিবিন্যাসের কোন্ জগতের অন্তর্গত?
উত্তর : মোনেরা
10 . জলের সাহায্যে নিষেক ঘটে এমন উদ্ভিদগোষ্ঠীর নাম কী?
উত্তর : ব্রায়োফাইট বা মস্ জাতীয় উদ্ভিদ।
11. নিউক্লিক অ্যাসিড গঠনকারী বেসগুলির প্রধান প্রকারভেদ দুটি কী কী?
উত্তর : পিউরিন ও পিরিমিডিন।উত্তর : যকৃৎ, লালা গ্রন্থি, ফুসফুস ও ত্বক।
13. একটি উচ্চফলনশীল গমবীজের নাম করো।
উত্তর : সোনোরা- 64।
14. কোন্ উদ্ভিদে শ্বাসমূল বা নাসিকামূল বা নিউম্যাটোফোর থাকে?
উত্তর : সুন্দরী, গরান, গেঁও, কেওড়া প্রভৃতি লবণাম্বু উদ্ভিদে শ্বাসমূল থাকে।
15. ডিপথেরিয়া রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর : করনিব্যাকটেরিয়াম ডিপথেরি।
16. সিভনলের সঙ্গে যুক্ত সজীব কোশটির নাম লেখো।
উত্তর : সঙ্গীকোশ।
17. HIB-এর পুরো নাম কী?
উত্তর : হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ-b।
18. সমগ্র পৃথিবীর ভূখণ্ডের কত শতাংশ অরণ্য দ্বারা আচ্ছাদিত?
উত্তর : 30%।
19. ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি জনক হলেন—
উত্তর : কারোলাস লিনিয়াস
20. স্নায়ুতন্ত্রে শক্তির প্রধান উৎস কী?
উত্তর : কার্বোহাইড্রেট [প্রধানত গ্লুকোজ]।উত্তর : অ্যামোনিয়া।
22. উজ্জ্বল আলোকিত অলে জন্মায় এমন উদ্ভিদগোষ্ঠী কোনটি?
উত্তর : হেলিওফাইট।
23. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন্ গ্যাসটি ছিল না?
উত্তর : অক্সিজেন
উত্তর : ‘O’ গ্রুপ-কে।
25. টিকাকরণের মাধ্যমে পৃথিবী থেকে সম্পূর্ণ দূর হয়ে গেছে এমন রোগের নাম কী? এক কথায়
উত্তর :গুটি বসন্ত।
26. Wild Life Protection Act কবে চালু হয়?
উত্তর : 1973 খ্রিস্টাব্দে।উত্তর : সেন্ট্রোজোম/সেন্ট্রিওল।
28. সেল ফিশারি (Shell fishery) কী?
উত্তর : চিংড়ি, কাঁকড়া, ঝিনুক প্রভৃতির উৎপাদনকে সেল ফিশারি বলে।
29. শুক্রাণুর পুচ্ছ গঠনকারী কোশ-অঙ্গাণু কোনটি?
উত্তর : সেন্ট্রোজোম (সেন্ট্রিওল)।
30. কৃত্রিমভাবে গাছ লাগানোর মাধ্যমে বন তৈরি করাকে কী বলা হয়?
উত্তর : অ্যাফোরেস্টেশন।
31. প্রাণীজ পলিস্যাকারাইডের নাম লেখো।
উত্তর : গ্লাইকোজেন বা প্রাণীজ শ্বেতসার।
32. স্ফেরোজোম কী?
উত্তর: উদ্ভিদকোশের যে গোলাকার কোশীয় অঙ্গাণুর মধ্যে স্নেহপদার্থ সঞ্জিত থাকে তাকে স্ফেরোজোম বলা হয়।
33. কোয়ান্টাজোমযুক্ত কোশ-অঙ্গাণু কোনটি?
উত্তর : ক্লোরোপ্লাস্ট।
সত্য/মিথ্যা নির্বাচন করো ::
উত্তর : মিথ্যা
35. জনন প্রক্রিয়ার সাহায্যে ট্রান্সজেনিক জীব সৃষ্টি করা যায়।
উত্তর : মিথ্যা
36. ফুক্টোজ একটি মাইক্রোমলিকিউল।
উত্তর : সত্য
37. কফি সেবনকারী ব্যক্তিদের পেলো রোগের সম্ভাবনা কম। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্যউত্তর : মিথ্যা
39. ORS-এ পটাশিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সাইট্রেট থাকে।
উত্তর : সত্য
40. লিনিয়ান হায়ারার্কি শ্রেণিবিন্যাসে দশটি স্তর আছে।
উত্তর : মিথ্যা
শূন্যস্থান পূরন করো : :
উত্তর : ক্রিস্টাল প্রোটিন/Bt ক্রাই প্রোটিন।
42. প্যাথোজেনগুলি যেসব জীবের দেহে আশ্রয় গ্রহণ করে এবং আংশিক বা সম্পূর্ণরূপে জীবনচক্র সম্পন্ন করে তাদের ______ বলে।
উত্তর : পোষক বা Host।
43. যে পোষকের দেহের পরজীবীর জীবনচক্রের যৌন জনন দশা অতিবাহিত হয় তাদের ______ বলে।
উত্তর : মুখ্য পোষক।
44. ______ নামক প্রোটোজোয়া ইউরোপীয় কর্নবোরার দমনে আমেরিকাতে ব্যবহৃত হয়।
উত্তর : পেরেজিয়া পাইরাউস্টি (Perezia pyrustae)।
45. অ্যানাবিনা প্রকৃতিগতভাবে একপ্রকার ______
উত্তর . সায়ানোব্যাকটেরিয়া।
46. অন্ত্রে বসবাসকারী E.coli ______ সংশ্লেষ করে।
উত্তর : ভিটামিন B12।
47. জীনের আকস্মিক পরিবর্তন যদি বংশগতি প্রাপ্ত হয় তখন তাকে ______বলে।
উত্তর : পরিব্যক্তিউত্তর : হুইটেকার
50 . _________ কে প্রাণীজ শ্বেতসার বলে।
উত্তর : গ্লাইকোজেন
No comments:
Post a Comment