Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

05 September 2022

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান –সালোকসংশ্লেষ' বা 'ফটোসিনথেসিস' / সালোকসংশ্লেষ ! photosynthesis

 নবম শ্রেণীর জীবন বিজ্ঞান –সালোকসংশ্লেষ' বা 'ফটোসিনথেসিস' 




প্রিয় বন্ধুরা, 

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান –সালোকসংশ্লেষ' বা 'ফটোসিনথেসিস' এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে। যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী।


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. 'সালোকসংশ্লেষ' বা 'ফটোসিনথেসিস' শব্দটি প্রথম কে ব্যবহার করেন ?

উত্তর: বিজ্ঞানী বার্নেস (Barnes) 1898 খ্রিস্টাব্দে।


2. সালোকসংশ্লেষ কথাটির অর্থ কী ?

উত্তর: সালোকসংশ্লেষ শব্দটিকে ভাঙলে আমরা পাই সালোক এবং সংশ্লেষ এই শব্দ দুটি অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছুর সংশ্লেষ বা তৈরী হওয়াকেই সালোকসংশ্লেষ বলে


3. সালোকসংশ্লেষ কোথায় সংঘটিত হয় ?

উত্তর: ক্লোরোফিল যুক্ত সমস্ত সবুজ উদ্ভিদে সালোকসংশ্লেষ ঘটে থাকে


4. সালোকসংশ্লেষ উদ্ভিদের কোন অংশে ঘটে থাকে ?

উত্তর: উদ্ভিদের পাতার মেসোফিল কলার ক্লোরোফিলযুক্ত অংশে প্রধানত সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়


5. গাছের রান্নাঘর কাকে বলা হয় এবং কেন ?

উত্তর: পাতাকে গাছের রান্নাঘর বলা হয়ে থাকে কারণ, গাছের পাতাই একমাত্র সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে গাছের খাদ্য তৈরী করে


6. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য কী কী উপাদান বা কাঁচামালের প্রয়োজন হয় ?

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রধানত কার্বন ডাই-অক্সাইড (CO2), জল (H2O) এবং সূর্যালোকের প্রয়োজন এছাড়াও ক্লোরোফিলের প্রয়োজন হয় যা উদ্ভিদের পাতায় উপস্থিত থাকে।


7. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী কী তৈরী হয় ?

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ, জল এবং অক্সিজেন তৈরী হয়


. সালোকসংশ্লেষকারী অঙ্গাণুর নাম কী ?

উত্তর: ক্লোরোপ্লাস্ট।


9. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কী ?

উত্তর: জল (H2O)


10.কোনপ্রকার উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা খাদ্য তৈরী করতে পারে না ?

উত্তর: যেসব উদ্ভিদের দেহে ক্লোরোফিল নেই তারা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দ্বারা খাদ্য তৈরী করতে পারে না যেমন- ছত্রাক জাতীয় উদ্ভিদ, স্বর্ণলতা ইত্যাদি।

11. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার শমিত রাসায়নিক সমীকরণটি লেখ 

উত্তর:

 


12. সালোকসংশ্লেষ কী ধরণের প্রক্রিয়া ?

উত্তর: উপচিতি মূলক প্রক্রিয়া


13. সালোকসংশ্লেষে উৎপন্ন কার্বনযুক্ত প্রথম স্থায়ী যৌগটির নাম কি ?

 উত্তর: ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA )


14. NADP এর পুরো নাম কী ?

 উত্তর: নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাই-নিউক্লিওটাইড ফসফেট


15. ATP এর পুরো নাম কী ?

উত্তর: অ্যাডিনোসিন ডাই ফসফেট |

15. ATP গঠনে সাহায্যকারী মৌলটির নাম কী?

উত্তর: ফসফরাস |


16. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি ?

উত্তর: কার্বন ডাইঅক্সাইড (CO2) |


17. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হিল বিকারক কোনটি?

উত্তর: NADP


18. সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?

উত্তর: ক্লোরপ্লাস্টের স্ট্রোমায় অন্ধকার দশা সম্পন্ন হয়


19. সালোকসংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয় ?

উত্তর: ক্লোরোপ্লাস্টের গ্রানায় আলোক দশা সম্পন্ন হয় |


20. ক্লোরোফিলে উপস্থিত ধাতব উপাদানটির নাম কী ?

উত্তর: ম্যাগনেসিয়াম (Mg)


21. ATP তৈরির হওয়ার প্রক্রিয়াটির কী নাম ?

উত্তর: ফোটোফসফোরাইলেশন


22. ফটোলিসিস কাকে বলে ?

উত্তর: জলের অণুর H+ OH-  আয়নে ভেঙে যাওয়ার ঘটনাকে ফটোলিসিস বলে


23. কোন জীব সালোকসংশ্লেষ প্রক্রিয়া ছাড়াই নিজের খাদ্য তৈরী করতে পারে ? উত্তর: থিওব্যাসিলাস নামক এক প্রকার জীবানু |


24. RuBP এর পুরো নাম লেখ |

উত্তর: RuBP = রাইবিউলোজ বিস ফসফেট |


25. RuBISCO এর পুরো নাম কী ?

উত্তর: RuBISCO= রাইবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ


26. এনার্জি কারেন্সি কাকে বলা হয় ?

উত্তর: ATP কে এনার্জি কারেন্সিবলা হয় |


27. কোন কোন মৌলের অভাবে উদ্ভিদ দেহে ক্লোরসিস রোগ হয় |

উত্তর: নাইট্রোজেন (N),আয়রন (Fe) ম্যাগনেসিয়াম (Mg) এর অভাবে |


28. সালোকসংশ্লেষের অন্ধকার দশার ওপর নাম কী ?

উত্তর: ব্ল্যাক ম্যান দশা |


29. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে দুটি উৎসেচক অংশগ্রহণ করে তাদের নাম কি ?

উত্তর: NADP এবং ADP


30. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কোন দশাতে CO2 গ্যাসের প্রয়োজন হয় ?

উত্তর: অন্ধকার দশাতে |






No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram