Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

04 September 2022

General Knowledge SCIENCE MCQ in Bengali for All Competitive Exam (part- 2) ! MCQ | জেনারেল নলেজ MCQ বাংলা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য/ 24 EXAM PREPARATION

 

General Knowledge MCQ in Bengali for All Competitive Exam (part- 2) ! MCQ | জেনারেল নলেজ MCQ বাংলা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য




প্রিয় বন্ধুরা, 

আমরা সকলেই জানি যে সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য Gk MCQ  একটি গুরুত্বপূর্ণ অংশ । আজকে তোমাদের সাথে শেয়ার করছি Gk MCQ  Questions With Answers in Bengali এর কমন  প্রশ্ন ও উত্তর । চলুন দেখে নেওয়া যাক Gk MCQ Questions With Answers in Bengali এর প্রশ্নগুলি ।



1. মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে

(a) অক্সিজেন

(b) নাইট্রোজেন

(c) হাইড্রোজেন

(d) কার্বন

উত্তর(d) কার্বন

2.  কাকে রাসায়নিক দূত বলা হয়?

(a) শুক্রাণু

(b) হরমোন

(c) উৎসেচক

(d) কোনোটিই নয়

উত্তর: (b) হরমোন

3.কোন মাছের পটকা ও কানকো নেই?

[A] রুই মাছ

[B] কাতলা মাছ

[C] মাগুর মাছ

 ( d ) শংকর মাছ

উত্তর( d ) শংকর মাছ

4.  গাছের রান্নাঘর বলা হয়

[A] মূলকে

[B] ফলকে

[C] পাতাকে

[D] কান্ডকে

উত্তর[C] পাতাকে

5. নখে কোন প্রোটিন থাকে

(a) অ্যাকটিন

(b) ক্যারোটিন

(c) গ্লোবিউলিন

(d) মায়োসিন

উত্তর(b) ক্যারোটিন

6. ভিটামিন 'B'-এর অভাবে কি রোগ সৃষ্টি হয়?

[A] রাতকানা

[B] বন্ধ্যাত্ব

[C] বেরিবেরি

[D] রিকেট

উত্তর[C] বেরিবেরি

7.  কোন জন্তু কামড়ালে জলাতঙ্ক রোগ হয়?

[A] পাগলা কুকুর

[B] বিড়াল

[C] সাপ

[D] বাঘ

উত্তর[A] পাগলা কুকুর

8. নিম্নলিথিত কে জীববিজ্ঞানের জনক নামে অংশকে আক্রমন

পরিচিত?

[A] নিউটন

[B] এরিস্টটল

[C] প্লেটো

[D] লিনিয়াস

উত্তর[B] এরিস্টটল

9. লিনিয়াস কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন?

[A] ইংল্যান্ড

[B] অস্ট্রেলিয়া

[C] ভারত

[D] সুইডেন

উত্তর:[ D] সুইডেন

10. কোষ কত সালে আবিষ্কৃত হয়?

[A] ১৬৫৬ সালে

[B] ১৬৬৫ সালে

[C] ১৬৭৫ সালে

[D] ১৮৬৫ সালে

উত্তর [B] ১৬৬৫ সালে

11. কোষ কে আবিষ্কার করেন?

[A] ডারউইন

[B] লিনিয়াস

[C] রবার্ট হুক

[D] মেন্ডেল

উত্তর [C] রবার্ট হুক

12. নিম্নলিখিত কোনটি প্রাণী কোষে থাকে না?

[A] গলগিবস্তু

[B] নিউক্লিয়াস

[C] মাইট্রোকন্ড্রিয়া

[D] কোষপ্রাচীর

উত্তর [D] কোষপ্রাচীর

13. নিচের কোনটি এককোৰী জীব?

[A] কেঁচো

[B] ব্যাকটেরিয়া

[C] মাছ

[D] মানুষ

উত্তর [B] ব্যাকটেরিয়া

14. নিচের কোনটি মাইট্রোকন্ডিয়ার প্রধান কাজ ?

(a) খাদ্য তৈরি করা

(b) শক্তি উৎপাদন করা

(c)  বর্জ্য পদার্থ নির্গত করা

(d) খাদ্য মজুত করা

উত্তর (b) শক্তি উৎপাদন করা

15. লোহিত রক্ত কণিকার আকার

 (a) ডিম্বাকৃতি

(b) বৃত্তাকার

(c)  দন্ডাকার

(d) ত্রিভুজাকৃতি

উত্তর(b) বৃত্তাকার

16. প্লাসিড কি?

(a) অঙ্গ

(b) রঞ্জক

(c) আবরণী

(d) কলা

উত্তর(b) রঞ্জক

17. নিচের কোনটি শক্তির মূল উৎস!

(a) ATP

(b) সূর্য

(c) চন্দ্র

(d) নদী

উত্তর (b) সূর্য

18. উদ্ভিদের কোন অঙ্গে লিউকোপ্লাস্ট অবস্থিত

(a) ফুলে

(b) কাণ্ডে

(c) শাখায়

(d) মূলে

উত্তর (d) মূলে

19. নিম্নলিখিত কোন রোগটি ইনসুলিন হরমোনের অভাবে সৃষ্টি হয়

(a) ক্যান্সার

(b) ডায়াবেটিস

 (c) আলসার

(d) জন্ডিস

উত্তর(b) ডায়াবেটিস

20. নিচের কোনটি বহুকোষী জীব?

[A] অ্যামিবা

[B] প্লাজমা

[C] বটগাছ

[D] ব্যাকটেরিয়া

উত্তর [C] বটগাছ

21. মানুষের মুখ গহ্বরে কি জোড়া লালাগ্রন্থি থাকে?

[a] জোড়া

[b] জোড়া

[c] জোড়া

[d] জোড়া

উত্তর [b]  জোড়া

22. মানবদেহের আদর্শ রক্তচাপ কত

(a) ১২০/২০

(b) ১২০/৪০

(c) ১২০/৮০

(d) ১২০/৫০

উত্তর (c) ১২০/৮০

23. পিত্তরসের উৎপত্তিস্থল হলো

(a)  অগ্নাশয়

(b)  লালাগ্রন্থি

(c) যকৃত

(d)  কোনোটিই নয়

উত্তর (c) যকৃত

24. কোন রোগের কারণে পায়ের হাড় বেঁকে যায়

(a)  রাতকানা

(b)  রিকেট

(c)  গলগন্ড

(d) বেরিবেরি

উত্তর :(b)  রিকেট

25. মূত্র কোথায় উৎপন্ন হয়

[A] বৃক্কে

[D] হেনলির লুপে

[C] গবিনীতে

[B] যকৃতে

উত্তর  : [A] বৃক্কে





24 EXAM PREPARATION
EXAM PREPARATION

24 EXAM

gk mcq

gk mcq questions

gk mcq প্রশ্ন

gk mcq বাংলা

General Knowledge MCQ

General Knowledge MCQ in Bengali for All Competitive Exam 

জেনারেল নলেজ MCQ 





No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram