Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

16 August 2022

অষ্টম শ্রেণী : পরিবেশ ও বিজ্ঞান | অধ্যায়: বল ও চাপ( Part - 2 )| WBBSE Class 8 Science | Questions & Answers ! অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় বল ও চাপ

 অষ্টম শ্রেণী : পরিবেশ ও বিজ্ঞান | অধ্যায়: বল ও চাপ | WBBSE Class 8 Science | Questions & Answers 



প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর প্রথম অধ্যায় এর  বল ও চাপ অংশের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে বল ও চাপ অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান
অধ্যায় - বল ও চাপ
PART - 2

1.সুইচ বন্ধ করার পরেও বৈদ্যুতিক পাখা কিছুক্ষণ ঘুরতে থাকে কেন ?

 উত্তর : চলন্ত বৈদ্যুতিক পাখা সুইচ বন্ধ করার পরও কিছু কোন চলতে থাকে বা ঘুরতে থাকে কারণ সুইচ বন্ধ করলেও গতিজাড্য  এর জন্য পাখাটি  তার গতি বজায় রাখতে চায়। কিন্তু কিছুক্ষণ পর পাখাটি ঘর্ষণ ও বায়ু সান্দ্রতার জন্য স্থির হয়ে যায় । 

2.কম্বলের ধুলো ঝাড়ার সময় কম্বলকে লাঠি দিয়ে পেটানো হয় কেন ?

 উত্তর : কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে কম্বলের ধুলো ঝাড়া হয়। কম্বলটিকে লাঠি দিয়ে পিটিয়ে গতিশীল করা হয়  কিন্তু কম্বলের গায়ে লেগে থাকা ধূলিকণাগুলি স্থিতিজাড্যের জন্য আগের জায়গাতেই থাকতে চায়। কিন্তু কোন আশ্রয় না পাওয়ায় ধূলিকণাগুলি অভিকর্ষের টানে নিচে পড়ে যায় । 

3. ভরবেগ কাকে বলে? এর পরিমাপ কিভাবে করা হয় ?

 উত্তর : ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বস্তুটি ভরবেগ বলে।

 কোন বস্তুর ভর  m ও বেগ v হলে বস্তুটি ভরবেগ হবে = m x  v

4. নৌকা থেকে আরোহী লাফিয়ে নামলে নৌকাটি পিছনে দিকে সরে যায় কেন ?

 উত্তর : কোন আরোহী নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামলে নৌকাটি পিছন দিকে সরে যায়।নৌকা থেকে নামার সময় আরোহী নৌকার উপর একটি বল প্রয়োগ করে। এরপরে নৌকাটি পিছনের দিকে সরে যায়। সঙ্গে সঙ্গে নৌকাটি আরোহীর উপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেয়, যার ফলে আরো এই তীরে এসে পৌঁছায়।

5. ঘনত্ব কাকে বলে? এর একক লেখ ?

 উত্তর : একক আয়তনের  কোন বস্তুর ভর কে ওই বস্তুর ঘনত্ব বলে।

CGS  একক -  গ্রাম/ ঘনসেমি

SI একক -   কেজি/ ঘনমিটার

6. জলের ঘনত্ব কত ?

উত্তর :  SI  পদ্ধতিতে  1000 কেজি/ ঘনমিটার

 CGS পদ্ধতিতে  1 গ্রাম/ ঘনসেমি

7. পারদের ঘনত্ব কত ?

উত্তর : SI  পদ্ধতিতে  13600 কেজি/ ঘনমিটার

CGS পদ্ধতিতে  13.6 গ্রাম/ ঘনসেমি

8. চাপ কাকে বলে? চাপের একক লেখ ?

 উত্তর :  একক ক্ষেত্রফলের যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বলে।

CGS   একক  ডাইন/বর্গসেমি 

SI  একক  নিউটন/ বর্গমিটার 

9. তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে  ?

 উত্তর :    ১. তরলের গভীরতার উপর 

               ২. তরলের ঘনত্বের ওপর

              ৩. অভিকর্ষজ ত্বরণের ওপর

10. তরলের চাপের বৈশিষ্ট্য লেখ?

 উত্তর :    ১. স্থির তরলের  মধ্যে যেকোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয়

               ২. তরল পাত্রে দেয়ালের সাথে লম্বভাবে চাপ প্রয়োগ করে 

              ৩.কোন স্থির তরলের মধ্যে একই অনুভূমির তলে সব বিন্দুতে তরলের চাপ সমান হয় 

              ৪. তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব বাড়লে তাহলে চাপ বাড়ে এবং ঘনত্ব কমলে চাপ কমে  




অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় বল ও চাপ
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পার্ট ওয়ান
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণি
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান কোশ্চেন
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান কুড়ি
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান গাইড
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান ঘটনা
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান চাপ
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তথ্য
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান 50
পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণি পূর্ণমান 50
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান শ্রেণীর প্রশ্ন

No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram