Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

24 August 2022

General Knowledge MCQ in Bengali for All Competitive Exam ! MCQ | জেনারেল নলেজ MCQ বাংলা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

General Knowledge MCQ in Bengali for All Competitive Exam! MCQ | জেনারেল নলেজ MCQ বাংলা সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য




প্রিয় বন্ধুরা, 

আমরা সকলেই জানি যে সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য Gk MCQ  একটি গুরুত্বপূর্ণ অংশ । আজকে তোমাদের সাথে শেয়ার করছি 30 টি Gk MCQ  Questions With Answers in Bengali এর কমন  প্রশ্ন ও উত্তর । চলুন দেখে নেওয়া যাক Gk MCQ Questions With Answers in Bengali এর প্রশ্নগুলি ।



1. নিম হল একটি -

a) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বৃক্ষ         b)  ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বৃক্ষ

c) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ          d) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ বৃক্ষ

উত্তর:   c) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বৃক্ষ   

 

2. মুল্লাপেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে :

 (A) মহারাষ্ট্র গুজরাট                 ( B ) ওড়িশা  অন্ধ্রপ্রদেশ

( C ) তামিলনাড়ু কেরল               ( D ) গুজরাট  রাজস্থান

উত্তর:  ( C ) তামিলনাড়ু  কেরল  

 

3. ভারতবর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয?

a) ছত্তিশগড়                    b) ঝাড়খন্ড

c) ওড়িশা                        d) অন্ধ্রপ্রদেশ

  উত্তর:   a) ছত্তিশগড়   

 

4. অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে নদী দুটি হল :

(A) নর্মদা তাপ্তী                      ( B ) নর্মদা  শোন

(C) তাপ্তী বেতোয়া                   ( D ) তাপ্তী এবং শোন

  উত্তর:   ( B ) নর্মদা  শোন


5. কোন দ্বীপের নাম স্বরাজ দ্বীপ ?

a) গ্রীনল্যান্ড                         b) সবুজ দ্বীপ

c) আন্দামান নিকোবর          d) ব্যাঙ্ক দ্বীপ

  উত্তর:   c) আন্দামান নিকোবর   

 

6. ভারতের মধ্যে নীচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন : কোন

(A) শতদ্রু                ( B ) গঙ্গা

(C) বিপাশা                ( D ) ইরাবতী

  উত্তর:  (A) শতদ্রু   

 

7. ভারতবর্ষের ল্যাটেরাইট মৃত্তিকা হল -

a) লোহার পরিপূর্ণ                      b)  হিউমাস পরিপূর্ণ

c) ব্যাসল্টিক লাভায় পরিপূর্ণ       d) ইউরেনিয়ামে পরিপূর্ণ

   উত্তর: a) লোহার পরিপূর্ণ

 

8. নীচের নদীগুলির মধ্যে কোন্টি গঙ্গার উপনদী নয় ?

(A) শোন                        (B) গোমতী

(C) গণ্ডক                        (D) সুবর্ণরেখা

   উত্তর: (D) সুবর্ণরেখা


9. সিকিমের ওপর দিয়ে বিস্তৃত অক্ষরেখারটি নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত ?

a) রাজস্থান                         b) পাঞ্জাব

c) হিমাচল প্রদেশ                d) হরিয়ানা

  উত্তর:  a) রাজস্থান

 

10. পুরুলিয়া জেলার আদ্রা কী জন্য বিখ্যাত ?

(A) মৎস্য শিল্প                (B) রেল জংশন

(C) জেলা সদর                (D) স্বাস্থ্যকর স্থান

উত্তর:   (B) রেল জংশন


11. ভারতের সবচেয়ে বড় জেলের নাম ?

a) প্রেসিডেন্সি জেল                b) সেন্ট্রাল জেল

c) তিহার জেল                        d) বিহার জেল

   উত্তর: c) তিহার জেল


12. বালুরঘাট কোন্ জেলার সদর শহর ?

(A) উত্তর দিনাজপুর                    ( B ) দক্ষিণ দিনাজপুর

( C ) মালদা                                  (D) কোচবিহার

  উত্তর: ( B ) দক্ষিণ দিনাজপুর+


13. সিমলীপাল কোথায় ?

a) বিহার                        b) আসাম

c) ওড়িশা                       d) অরুনাচল প্রদেশ

  উত্তর: c) ওড়িশা


14. পশ্চিমবঙ্গের কোন্ শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ?

( A ) জলপাইগুড়ি                ( B ) শিলিগুড়ি

( C ) কোচবিহার                  ( D ) আলিপুর দুয়ার

  উত্তর: ( B ) শিলিগুড়ি


15. ভারতে প্রথম সূর্যোদয় ঘটে কোথায় ?

a) পঞ্জাবে                       b) আসামে

c) অরুণাচলে                 d) ত্রিপুরাতে

  উত্তর: c) অরুণাচলে

 

16. আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান হল :

(A) হাঙ্গেরি                                ( B ) ডেনমার্ক

(C) ভিয়েতনাম                            (D) সুইজারল্যান্ড

  উত্তর: (A) হাঙ্গেরি

 

17. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত?

a) হিমালয়                            b) ভারত মহাসাগর

c) অস্ট্রেলিয়া                        d) আন্টার্কটিকা

  উত্তর:  d) আন্টার্কটিকা

 

18. শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

a) মহানন্দা                           b) কৃষ্ণা

c) ভাইগাই                            d) হুগলী

  উত্তর: a) মহানন্দা

 

19. পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য :

(A) মালদা                                ( B ) বাঁকুড়া

(C) দার্জিলিং                               (D) হাওড়া

  উত্তর: (C) দার্জিলিং


20. শাল হল এক ধরনের -

a) সরলবর্গীয় উদ্ভিদ                        b) চিরহরিৎ বৃক্ষ

c) ম্যানগ্রোভ বৃক্ষ                            d) পর্ণমোচী বৃক্ষ

  উত্তর: d) পর্ণমোচী বৃক্ষ

 

21. পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল :

( A ) পুরুলিয়া                                ( B ) মুর্শিদাবাদ

( C ) কোচবিহার                             (D) হুগলী

  উত্তর: ( B ) মুর্শিদাবাদ


22. কোন শিল্প সবচেয়ে বেশি কর্মস্থান সৃষ্টি করে?

a) লৌহ এবং ইস্পাত                            b) তুলো  টেক্সটাইল

c) পাট                                                d) খাদ্য প্রক্রিয়াকরণ

  উত্তর: a) লৌহ এবং ইস্পাত


23. বেলগাঁও ডিজেল বিদ্যুত কেন্দ্র কোথায় অবস্থিত ?

a) কেরালা                               b) গুজরাট

c) মহারাষ্ট্র                                  d) কর্ণাটক

  উত্তর: d) কর্ণাটক


24. কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র দেখা যায়

a) শ্রীলংকা                        b) সাইপ্রাস

c) তাইওয়ান                       d) ব্রাজিল

  উত্তর: b) সাইপ্রাস


25. পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?

a) ভেনেজুয়েলাত                    b) আমেরিকাতে

c) ব্রাজিলে                              d) জাম্বিয়াতে

   উত্তর: a) ভেনেজুয়েলাত


26. করবেট পার্ক ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত?

a) ছত্তিশগড়                         b) ঝাড়খন্ড

c) উত্তরাখন্ড                        d) মধ্যপ্রদেশ

  উত্তর: c) উত্তরাখন্ড


27. প্রাচীনতম শীলা ভারতের কোথায় পাওয়া যায়?

a) হিমালয় পর্বতে                       b) ধানঝর মালভূমিতে

c) আরাবল্লী পর্বতে                     d) কোনটিতেই নয়

  উত্তর: b) ধানঝর মালভূমিতে


28. অসমে কয়টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?

a) 8 টি                                 b) 7 টি

c) 6 টি                                 d) 5 টি

  উত্তর: b) 7 টি


29. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত ?

a) রেগোলিথ                     b)খাদার

c) রেগুর                          d) ভাবর

  উত্তর: c) রেগুর


30. গম উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান ?

a) প্রথম                             b) দ্বিতীয়

c) তৃতীয়                            d) চতুর্থ 

  উত্তর: b) দ্বিতীয়



gk mcq

gk mcq questions

gk mcq প্রশ্ন

gk mcq বাংলা

General Knowledge MCQ

General Knowledge MCQ in Bengali for All Competitive Exam 

জেনারেল নলেজ MCQ 

No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram