Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

12 May 2022

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় এর সাজেশন (Part - 2 )

 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় এর সাজেশন (Part - 2 )



সকল নবম শ্রেণীর ছাত্র ছাত্রী দের আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা যাতে ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো সেই জন্য আমি তোমাদের কিছু কিছু করে প্ৰত্যেক অধ্যায় এর গুরুত্ব পূর্ণ প্রশ্নের সাজেশন দেবো  এবং অবশ্যই তার উত্তর ও আমি দিয়ে দেবো।
তোমরা যারা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 
তোমরা সবাই প্রথম অধ্যায় পরিমাপ এর পার্ট -2 এর কিছু প্রশ্ন ও উত্তর দেখে নাও👇




1.একক বিহীন রাশি কাকে বলে  ?  উদাহরণ দাও ।

উত্তর: - কিছু ভৌত রাশি আছে যাদের প্রকাশ করতে কোন এককের প্রয়োজন হয় না, তাদের একক বিহীন রাশি বলে ।
 যেমন -  আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব , আণবিক গুরুত্ব ।

2 . লিটার এর সংজ্ঞা দাও ?

উত্তর: - 4° সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলে।  

3. ঘনত্ব কাকে বলে এর একক লেখ ?

উত্তর: - কোন পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে 
C.G.S  একক -  gm/ cm3
S.I  একক -  kg/m3

4. লিটার এর সংজ্ঞা 4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 277 কেলভিন উষ্ণতা উল্লেখ থাকে কেন?

 উত্তর: - সাধারণ তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। কিন্তু জলের ক্ষেত্রে 0° থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। 0° সেন্টিগ্রেড থেকে জলের উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে জলের আয়তন ও ঘনত্ব বাড়ে এবং বাড়তে বাড়তে 4° সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। তখন এর মান হয় 1 গ্রাম / ঘন সেমি। এরপর উষ্ণতা আরো বাড়তে থাকলে জলের আয়তন আবার বাড়তে থাকে ও ঘনত্ব কমতে শুরু করে।
এ থেকে বোঝা গেল বিভিন্ন উষ্ণতায় একই পরিমাণ চলে আয়তন বিভিন্ন রকম হতে পারে। সেই জন্য লিটার এর সংজ্ঞা 4° সেন্টিগ্রেড 273 কেলভিন উষ্ণতা উল্লেখ থাকে 

5. এক আলোকবর্ষ কাকে বলে ? 
 
উত্তর: - শূন্য মাধ্যমে আলোর এক বছরের যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে।

6 .লম্বন ভুল বা লম্বন ত্রুটি কি ? 

 উত্তর: -  পার্ট নেওয়ার সময় স্কেলের পাঠ বিন্দু সঙ্গে লম্বভাবে রাখতে হবে তা না হলে পাঠের ত্রুটি হবে এই ধরনের লম্বন ত্রুটি বলে 

7. ওজন বাক্সে বাটখারার গুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখা হয় কেন ?

 উত্তর: -   সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারার গুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখা হয় যাতে 1 গ্রাম থেকে 210 গ্রাম ও 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম ভর মাপার জন্য অন্য কোনো বাটখারার দরকার না পরে 

8. সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝো?  সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতা শর্ত গুলি লেখ?

উত্তর: -  যে তুলা যন্ত্র দিয়ে ভরে সামান্যতম পার্থক্য যত সুখ কিভাবে পরিমাপ করা যায় সেই তুলা যন্ত্রের সুবেদিতা ততবেশি।
 সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতার শর্ত গুলি হল : - 
১. তুলাদন্ডের বাহুটি  দীর্ঘ হবে
২. তুলাদন্ড টি হালকা হবে
৩.  সূচকটি লম্বা হবে
৪. তুলা দন্ডের ভারকেন্দ্র আলোম্ব এর খুব নিকটবর্তী হবে

9. ভালো তুলা যন্ত্রের কি কি গুণ থাকা প্রয়োজন ?

উত্তর: - ভালো তুলা যন্ত্রের নিম্নলিখিত গুণগুলি থাকা প্রয়োজন :- 
১. তুলা যন্ত্রটি সুবেদী হবে
২. তুলা যন্ত্র টি দৃঢ় হবে
৩. তুলা যন্ত্রটির নির্ভুল হবে
৪. তুলা যন্ত্র টির বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও তুলা পাত্র দুটির ভর সমান হবে

10. মাপনী চোঙ এর সাহায্যে কিভাবে কোন অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়?
 
উত্তর: -  মাপনী চোঙ এর সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করার জন্য এমন একটি মাপনি চোঙ নেওয়া হয় যার ভিতর আয়তন বস্তুর আয়তনের তুলনায় 45 গুণ এবং যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এমন যাতে বস্তুটিকে চোঙের মধ্যে সহজেই প্রবেশ করানো যায়।
 চোঙের মধ্যে কিছুটা উচ্চতা পর্যন্ত এমন করে নেয়া হলো যাতে বস্তুটি দ্রবীভূত না হয় এবং রাসায়নিক বিক্রিয়া না হয় বা না ভাসে।
 ধরা যাক,





No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram