Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

23 November 2024

November 23, 2024

দ্বাদশ শ্রেণি এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 – HS ABTA test paper solved 2025

 


প্রিয় ছাত্র ছাত্রী,

তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি  উচ্চমাধ্যমিক  Abta test  paper 2025 / উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025  – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর  এবিটিএ টেস্ট পেপার সলভ   || যা উচ্চমাধ্যমিক  পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ || তাই দেড়ি না করে এই পোস্টের  Abta test paper 2025 / উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 এবিটিএ টেস্ট পেপার সলভ – উচ্চমাধ্যমিক  এবিটিএ টেস্ট পেপার সলভ  – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর   এবিটিএ টেস্ট পেপার সলভ  গুলো ভালো করে পড়ে নাও ||

1. HS History ABTA test paper solved 2025

2. HS Geography ABTA test paper solved 2025

3. HS Political Science ABTA test paper solved 2025

4. HS Sociology ABTA test paper solved 2025

5. HS Psychology ABTA test paper solved 2025

6. HS Philosophy ABTA test paper solved 2025

7. HS Economics ABTA test paper solved 2025

8. HS English ABTA test paper solved 2025

9. HS Bengali ABTA test paper solved 2025

10.HS Education ABTA test paper solved 2025

Higher Secondary HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th)  Qustion and Answer

উচ্চমাধ্যমিক HS ABTA TEST PAPER SOLVED 2025CLASS 12  SOLUTIONS –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025  ” উচ্চমাধ্যমিক –   HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 – প্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  / WB Class 12  / WBCHSE / Class 12  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Www.bengalistudy.in এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিমূলক HS ABTA TEST PAPER SOLVED 2025CLASS 12  SOLUTIONS এবং এবিটিএ টেস্ট পেপার সলভ ( উচ্চমাধ্যমিক HS ABTA TEST PAPER SOLVED 2025CLASS 12  SOLUTIONS / উচ্চমাধ্যমিক প্রশ্ও উত্তর ।

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2016 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2016 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2017 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2017 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2018 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2018 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2019 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2019 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2020 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2020 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2021 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2021 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2022 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2022 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2023 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2023 [WBCHSE]

WB HS পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র 2024 | উচ্চমাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র 2024 [WBCHSE]

দ্বাদশ শ্রেণি এবিটিএ টেস্ট পেপার সলভ 2025  –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary

উচ্চমাধ্যমিক (Higher Secondary ) –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 |  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 | Higher Secondary  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025  উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ  –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 প্রশ্ন উত্তর। উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ  | দ্বাদশ শ্রেণির এবিটিএ টেস্ট পেপার সলভ  –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 প্রশ্ন উত্তর | HS  Question and Answer Question and Answer, HS ABTA test paper solved 2025 উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 | উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 | উচ্চমাধ্যমিক সহায়ক –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 । HS  Question and Answer, HS ABTA test  paper solved 2025| HS  Question and Answer HS ABTA test paper solved 2025 | HS  Question and Answer Notes  | West Bengal HS Class 12th  Question and Answer Abta test paper 2025.

উচ্চমাধ্যমিক –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 | HS  Question and Answer

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উচ্চমাধ্যমিক –  HS ABTA test paper solved 2025/ উচ্চমাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভ 2025 | HS  Question and Answer  ” পড়ার জন্য। এই ভাবেই Www.bengalistudy.in ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি  করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

30 May 2024

May 30, 2024

Railway Group D 2018 Questions 17-9-2018 1st Shift

 


নমস্কার বন্ধুরা, 

আজ Railway Group D 2018 Questions 17-9-2018 1st Shift টি শেয়ার করছি, কারণ রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য বিগত ২০১৮ সালের প্রশ্নপত্র গুলি দেখে রাখা আবশ্যক বলে আমরা মনে করি। এতে করে Railway Group D পরীক্ষা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই প্রশ্নপত্র গুলি বাংলায় দেওয়া হলো।


1. যতক্ষণ একটি শরীরের উপর একটি ভারসাম্যহীন বল প্রয়োগ করা হয়, তার... ক্রমাগত পরিবর্তন হতে থাকে?

উত্তর- সরানো


2. নিষিক্ত ডিম্বাণু ও জাইগোট কিসের মধ্যে একত্রিত হয়?

উত্তর- জরায়ু

• নিষিক্ত ডিম্বাণুকে জাইগোট বলে।


3. লৌহ উপাদানের রাসায়নিক প্রতীক কোন ভাষা থেকে নেওয়া হয়েছে?

উত্তর-ল্যাটিন

• লোহার প্রতীক- Fe


4. একটি বস্তুর উপর অভিকর্ষ বল কীভাবে কাজ করে তা জানা যায়?

উত্তর- ওজন


5. অ্যামোনিয়াম ক্লোরাইড (NH4Cl) এর জলীয় দ্রবণ কী?

উত্তর- হালকা অম্লীয় (pH- 7 এর কম)

• pH মান 0 থেকে 14 এর মধ্যে।


6. কে 'প্রিন্সেস অফ মাউন্টেন ট্যুরিজম' নামে পরিচিত

উত্তর- কোডাইকানাল

• কোডাইকানাল- তামিলনাড়ু রাজ্যে অবস্থিত।

আন্নামালাই পাহাড়ের পালনি পাহাড়ে এটি অবস্থিত?


7. ভারতীয় সংসদের উচ্চকক্ষকে কী বলা হয়?

উত্তর-রাজ্যসভা

• 80 অনুচ্ছেদের অধীনে রাজ্যসভা গঠিত হয়েছে।


8. কোন ধাতুটি বাষ্পের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করে?

উত্তর - অ্যালুমিনিয়াম ধাতু


9. সাত বছরের যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংঘটিত হয়েছিল?

উত্তর- ইংল্যান্ড ও ফ্রান্স (১৭৫৬ থেকে ১৭৬৩)

• সাত বছরের যুদ্ধ শেষ হয় - 1763 খ্রিস্টাব্দে প্যারিস চুক্তির মাধ্যমে


10. অধাতু কোন আকারে পাওয়া যায়?

উত্তর- কঠিন, তরল এবং গ্যাস এই তিনটি রূপে।

• অ-ধাতুগুলি তাপ এবং বিদ্যুতের দুর্বল পরিবাহী।


11. বিশ্বের দীর্ঘতম উপকূলরেখা কোন দেশের?

উত্তর- কানাডা

• ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে – গুজরাট


12. কোন টিস্যু উদ্ভিদে নমনীয়তা সৃষ্টি করে?

উত্তর- কোলেনকাইমা (ম্যাক্রোআঙ্গুলার টিস্যু)


13. কোন মাধ্যমে বাতাসে অক্সিজেন নির্গত হয়?

উত্তর- সালোকসংশ্লেষণ থেকে

• CO₂ শোষিত হয় এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন নির্গত হয়।


14. চলচ্চিত্রের ক্ষেত্রে সেরা অভিনয়ের জন্য প্রতি বছর একাডেমি পুরস্কার (অস্কার) কোন দেশে আয়োজিত হয়?

উত্তর- মার্কিন যুক্তরাষ্ট্র

• অস্কার পুরস্কারের শুরু – 1929 খ্রি


15. কবুতর কোন ধরনের রক্তের প্রাণী?

উত্তর- উষ্ণ রক্ত


16. আধুনিক পর্যায় সারণীতে, কোন গোষ্ঠীর মৌলের বাইরের খোল সম্পূর্ণ?

উত্তর- 18 তম গ্রুপ

আধুনিক পর্যায় সারণি কিসের ভিত্তিতে – মৌলের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে

আধুনিক পর্যায় সারণী কে দিয়েছেন – মোসেলি (1913)


17. পৃথিবীর ভর কত?

উত্তর- 6×1024 কেজি

পৃথিবীর ঘনত্ব – 5.52 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার


18. পোর্পোজ প্রাণী কোন শব্দ উৎপন্ন করতে পারে?

উত্তর- আল্ট্রাসাউন্ড

• অতিস্বনক তরঙ্গ - 20,000 Hz এর উপরে শব্দ বলা হয়।

• অডিও তরঙ্গ - 20 Hz থেকে 20,000 Hz

• ইনফ্রাসাউন্ড তরঙ্গ - 20 Hz এর নিচে


19. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

উত্তর- কঠিন মাধ্যম

• শব্দের সর্বনিম্ন গতি – গ্যাস


20. ট্রাফিক নিয়ন্ত্রণে রোবট ব্যবহার করা ভারতের প্রথম শহরের নাম কী?

উত্তর- ইন্দোর


21. দয়ানন্দ সরস্বতী কোন মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন?

উত্তর- আর্য সমাজ

• কখন – 1875, কোথায় – বোম্বে


22. কর্মক্ষমতা ক্ষেত্রে তাদের ব্যতিক্রমী কর্মক্ষমতা, উদ্ভাবন ক্ষমতা, উৎপাদনশীলতা এবং অসাধারণ সাহসিকতার জন্য কর্মীদের অসামান্য অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়?

উত্তর- শ্রম পুরস্কার


23. কোনো বস্তু যখন বৃত্তাকার পথে চলে, তখন ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রের দিকে যে বল প্রয়োগ করা হয় তাকে কী বলে?

উত্তর-কেন্দ্রীয় বল

• কেন্দ্রীভূত বল (F) = MV²/r (M- ভর, V- বেগ, r- ব্যাসার্ধ)


24. পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করে না?

উত্তর- চাপ


25. হাইড্রোজেনের ভরের সাথে অক্সিজেনের ভরের অনুপাত সবসময় কত?

উত্তর: 1:8

• আয়তনে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত – 2:1


26. কোন কেন্দ্রীয় মন্ত্রী পাওয়ারলুম সেক্টরের প্রচারের জন্য 'পাওয়ার টেক্স ইন্ডিয়া স্কিম' চালু করেছিলেন?

উত্তর - স্মৃতি ইরানি


27. এক ধরনের প্রজনন যা উদ্ভিদের একটি অংশ নতুন অংশে পরিণত হয় তাকে কী বলা হয়?

উত্তর - উদ্ভিজ্জ বংশবিস্তার


28. ওয়াশিং সোডার এক অণুতে পানির কত অণু থাকে?

উত্তর-10

• সোডিয়াম কার্বনেটের সাধারণ নাম হল ওয়াশিং সোডা।

17 May 2024

May 17, 2024

WBP TOP 20 সুপার GK সিরিজ - 1 | WBP GK in Bengali PDF | WB Police GK PDF


নমস্কার বন্ধুরা,

আজকের পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ জিকে PDF | WBP GK in Bengali  শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ একশোটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই প্রশ্নোত্তরের সেটটি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস ও বিগত বছরের প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে।


"ডুমা" কোন দেশের সংসদের নাম?

[A] রাশিয়া

[B] জাপান

[C] চীন

[D] ইরান

Answer- [A] রাশিয়া

গোয়া কখন একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়?

[A] 1977

[B] 1978

[D] 1987

[C] 1980

Answer- [D] 1987

নোভাক জোকোভিচ কোন ক্ষেত্রে বিখ্যাত খেলোয়াড়?

[A] টেনিস

[B] ক্রিকেট

[C] ক্যারম

[D] টেবিল টেনিস

Answer- [A] টেনিস

ভূতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণের জন্য নিম্নোক্ত কোনটি রেডিও কার্বন ডেটিং পদ্ধতি তে ব্যবহৃত হয় -

[A] সি - 12

[B] সি - 11

[C] সি - 14

[D] উপরের কোনওটি নয়

Answer- [C] সি - 14

'পেরিয়ার' নামে পরিচিত কে?

[A] নারায়ণ গুরু

[B] ই ভি রামাস্বামী

[C] বি. আর. আম্বেদকর

[D] জোতিরাও ফুলে

Answer- [B] ই ভি রামাস্বামী

ওস্তাদ আলী আহমদ হুসেন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

[A] সানাই

[B] তবলা

[D] বেহালা

[C] সেতার

Answer- [A] সানাই

বিশ্ব বন্যজীবন দিবস (World Wildlife Day) পালন করা হয়-

[A] ৩ মার্চ

[B] ৫ মার্চ

[C] মার্চ ৮

[D] মার্চ ১০

Answer- [A] ৩ মার্চ

Silent Valley আন্দোলনটি হয়েছিল

[A] কেরালা

[B] ওড়িশা

[C] ঝাড়খণ্ড

[D] উত্তরাখণ্ড

Answer- [A] কেরালা

সংসদের দুই টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত দিনের বেশি হবে না

[A] দুই মাস

[B] চার মাস

[C] ছয় মাস

[D] এক বছর

Answer- [C] ছয় মাস

"সানা" কোন দেশের নিউজ এজেন্সি:

[A] সৌদি আরব

[B] সংযুক্ত আরব আমিরাত

[C] সিরিয়া

[D] ইয়ামেন

Answer- [C] সিরিয়া

জাতিসংঘ সুরক্ষা কাউন্সিলের (UN Security Council) কত সদস্য রয়েছে?

[A] 10

[B] 12

[C] 15

[D] 18

Answer- [C] 15

আগ্রার দুর্গের প্রাথমিক কাঠামোগুলি নির্মিত করেছিলেন

[A] জাহাঙ্গীর

[B] শাহ জাহান

[C] আকবর

[D] হুমায়ুন

Answer- [C] আকবর

বিশ্ব সুনামি সচেতনতা দিবসটি (World Tsunami AwarenessDay) কোন তারিখে পালিত হয়?

[A] 20 অক্টোবর

[B] নভেম্বর 5

[C] নভেম্বর 10

[D] 5 ডিসেম্বর

Answer- [B] নভেম্বর 5

নিম্নলিখিতটি কোনটি ভারতে বায়োস্ফিয়ার রিজার্ভ নয়-

[A] মান্নার উপসাগর

[B] নন্দা দেবী

[C] ভিতরকোনিকা

[D] সুন্দরবন

Answer- [C] ভিতরকোনিকা

তেহরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত?

[A] গোদাবরী

[B] ভাগীরথী

[C] সিন্ধু

[D] ব্ৰহ্মপুত্র

Answer- [B] ভাগীরথী

ভারতে Energy Conservation Act শুরু হয়

[A] 2000

[B] 2001

[C] 2003

[D] 2005

Answer- [B] 2001

রকেটের কার্যনীতি নিউটনের কোন গতি সূত্রের ওপর নির্ভরশীল ? 

[A] প্রথম সূত্র

[B] দ্বিতীয় সূত্র

[C] তৃতীয় সূত্র

[D] প্রথম ও দ্বিতীয় সূত্র

ANSWER- [C] তৃতীয় সূত্র

আলোকরশ্মি সংকট কোনে আপতিত হলে প্রতিসরণ কোন হয় -

[A] 0 ডিগ্রি

[B] 90 ডিগ্রি

[C] 30 ডিগ্রি

[D] 45 ডিগ্রি

ANSWER- [B] 90 ডিগ্রি

নিম্নের কোনটি মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম ?

[A] থাইমাস

[B] প্লীহা

[C] টনসিল

[D] প্যালাটাইন টনসিল

ANSWER- [B] প্লীহা

মেডিকেল বজ্য বহনকারী ব্যাগের রং নির্দেশনাই লাল রংয়ের নির্দেশ করে যে এতে আছে -

[A] পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ।

[B] মানুষের ব্যবচ্ছেদই অঙ্গ

[C] ব্যবচ্ছেদ ব্যবহৃত কাপড় ও তুলা

[D] ক্ষতি করে এমন কিছু নয়

ANS- [A] পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ।

নিম্নের কোন তন্তুর জন্য বায়সিনোসিস রোগ হয় ?

[A] আখ

[B] তুলা

[C] পার্ট

[D] এসবেষ্টস

ANSWER- [B] তুলা

কার্বনের পরিমান সবথেকে কম থাকে-

[A] স্টিলের মধ্যে

[B] রট আয়রনে

[C] কাস্ট আয়রন

[D] নিকেল স্টিল

ANSWER- [B] রট আয়রনে

বিশুদ্ধ সুর পাওয়া যায় - 

[A] গিটারের

[B] তানপুরায়

[C] সুরশলাকার

[D] খোলা নলে

ANSWER- [C] সুরশলাকার

নিম্নের ) মধ্যে কোনটি অপ্রাসঙ্গিক ?

[A] এড্রেনালিন

[B] পেনিসিলিন

[C] ইনসুলিন

[D] থাইরক্সিন

ANSWER- [B] পেনিসিলিন

100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্রের 1 মিনিটে কৃতকার্যের পরিমান কত ?

[A] 6000 জুল

[B] 1000 জুল

[C] 600 জুল

[D] 3600 জুল

ANSWER- [A] 6000 জুল

সালোকসংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তু সমূহ হলো - 

[A] গ্লুকোজ

[B] জল

[C] অক্সিজেন

[D] উপরের সবগুলি

ANSWER- [D] উপরের সবগুলি

তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হলো - 

[A] ত্বরণ

[B] সরণ

[C] ভরবেগ

[D] গতিবেগ

ANSWER- [C] ভরবেগ

একটি লোহিত রক্ত কণিকার গড় আয়ুষ্কাল কত ?

[A] 120 দিন

[B] 150 দিন

[C] 200 দিন

[D] 1 YEAR

ANSWER- [A] 120 দিন

বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয় -

[A] উত্তল দর্পন

[B] উত্তল লেন্স

[C] অবতল দর্পন

[C] অবতল লেন্স

ANSWER- [B] উত্তল লেন্স

25 April 2024

April 25, 2024

"Bank of Canada Officials Divided on Rate Cut Timing, but Agree Easing Will Be Gradual"

 Prior to the decision on April 10th regarding interest rates, the summary of discussions among members of the Bank of Canada's Governing Council indicates a growing confidence that inflation is on track to return to the 2 percent target. This paved the way for a potential reduction in interest rates next month.


However, some members of the council, under Governor Tiff Macklem's leadership, remain cautious, particularly in light of increasing internal demand in the United States and robust growth prospects. They have been cautious about lowering interest rates too quickly. It's advised that the next rate cut on June 5th is not a certainty.



According to Reuters data, financial markets are pricing in about a 45 percent chance of a rate cut in June, up from 80 percent for July.


While policymakers remain divided on the appropriate timing for the first rate cut, there's a growing consensus on the likely gradual path of monetary easing over the rest of the year.


"While there was diversity of views on when policy rate cuts might be appropriate, they agreed that monetary policy easing would likely be gradual, given the risks of a downturn and the slow path to achieving the inflation target," it was summarized in a Wednesday release.


It echoes Macklem's earlier remarks, who cautioned against the swift decline in rates seen in 2022 and 2023, as the Bank raised its policy rate by 4.75 basis points to contend with rising inflation.


Desjardins' chief economist, Rael Cline, wrote in a note to clients, "The cycles of past rate cuts were often rapid and abrupt, necessitating swift easing to manage a significant economic shock."


"Now policymakers are not yet face-to-face with a downturn, and the probability of a rapid decline in interest rates in 2022 and 2023, when the Bank raised its policy rate by 4.75 basis points to tackle inflation, is not probable," he said.


Bank Governor Macklem and independent members of the Governing Council have been encouraged by recent progress and are using a number of other indicators to measure inflationary pressures. Businesses are talking about less risk of rapidly rising prices, and there are limited signs of wage pressures easing.


More dovish members of the Council had noted this progress, saying in a summary: "Economic indicators associated with excess supply were consistent and combined with a base case projection showing that the output gap would only begin to close next year, they felt that there was a greater need to keep monetary policy more restrained in comparison to the economic policy needs."


However, more hawkish members of the council had urged caution, suggesting that the Canadian economy remains in better shape than expected, reducing the urgency for immediate rate cuts. They had leaned towards a slower path of normalization.


"They felt that the gradual progress towards the core inflation target was reducing the risks of an upward spiral in the core and that there was a need for greater reassurance that the progress made so far would not be jeopardized," it was summarized.


Macklem and other independent members of the Governing Council have not directly addressed where the debate stands but have noted that there remains an upward risk to inflation when the Bank starts cutting rates and raises home prices and, ultimately, puts upward pressure on oil prices.


Before the decision on June's rate, there is another consumer price index report due. The Bank hopes that the annual inflation rate will "bounce" to near 3 percent next month, down from below 2.5 percent before falling below 2.5 percent.


"If we get a fourth consecutive CPI report next month, then we'll see that the BoC will definitely consider a policy rate cut in June," said Benjamin Reitzes, Canadian rate strategist and macroeconomist at Bank of Montreal, in a note to clients. "Beyond that, it's clear that the rate cut will be gradual, and the BoC isn't in a hurry to return."

13 July 2023

July 13, 2023

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) PART - 4 সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science ( PART - 4 )

  প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।


উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / Madhyamik Life Science Question and Answer ::

উত্তরভিত্তিক প্রশ্নোত্তর :  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন / WBBSE Class 10th Life Science Suggestion ::

দশম শ্রেণীর  জীবন বিজ্ঞান
অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১)
PART - 4

উত্তরভিত্তিক প্রশ্নোত্তর ::

1.পরিবেশের যে সব পরিবর্তন শনাক্ত হয় এবং প্রাণীদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদের কী বলে ?

Ans : উদ্দীপক বলে ।

2.ক্ষণপদের সাহায্যে গমন হয় কোন প্রাণীর ?

Ans : অ্যামিবার ।

3.একটি মুখ্য খেচর প্রাণীর উদাহরণ দাও।

Ans: পায়রা মুখ্য খেচর প্রাণী ।

4. গমনে সক্ষম একটি উদ্ভিদের উদাহরণ দাও । 

Ans: ভলবস্ক । 

5. লঘুমস্তিষ্কের যোজককে কী বলে ? 

Ans: ভারমিস । 

6.উদ্ভিদ দেহের উদ্দীপকের প্রভাবে স্থানান্তরে গমনকে কী বলে ?

Ans : ট্যাকটিক চলন ।

7. একটি মুখ্য জলজ প্রাণীর উদাহরণ দাও ।

Ans : মাছ মুখ্য জলজ প্রাণী ।

8. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম কী ?

Ans: ক্ল্যামাইডোমোনাস ।

9. একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও ।

Ans: সাইটোকাইনিন । 

10.ব্ল্যানভিয়ারের পর্ব নিউরোনের কোথায় থাকে ?

Ans: অ্যাক্সনে । 

11. একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ দাও ।

Ans : ডেলটয়েড পেশি।

12. দু’টি অস্থির সংযোগস্থলে যে তরল থাকে তার নাম কী ?

Ans: সাইনোভিয়াল তরল ।

13চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো । 

Ans: অপটিক স্নায়ু । 

14.প্রোটোপ্লাজমের আবর্তনগতি বা সারকুলেশন কোথায় দেখা যায় ?

Ans: কুমড়ো গাছের কাণ্ডের রোমে ।

15.গুরুমস্তিষ্কের যোজককে কী বলে ? 

Ans: করপাস ক্যালোসাম ।

16. উদ্ভিদের কোশ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী ? 

Ans: সাইটোকাইনিন । 

17.CSF- এর পুরো নাম লেখো । 

Ans: Cerebro Spinal Fluid .

18. উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে তীব্রতা অনুসারে হয় তাকে কী চলন বলে ?

Ans: ন্যাস্টিক চলন ।

19.একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও । 

Ans: ভেগাস ।

20. সংবেদনশীলতা বলতে কি বোঝ?

উঃ-উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে।

21. তেঁতুল পাতার পত্রগুলি প্রখর আলো ও অধিক উষ্নতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?

Ans : নিকটিন্যাস্টিক চলন ।

22. কোন কোন উদ্ভিদের গমন দেখা যায়?

Ans-ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম

23. প্রকরণ চলন লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে?

Ans-বনচাঁড়াল

24. সার্কুলেশন লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে?

Ans -কুমড়ো গাছের কান্ডের রোমে

25. রসস্ফীতির কারণে যে চলন ঘটে তাকে কি বলে?

Ans-প্রকরন চলন

26. কোন বিজ্ঞানী উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত ঘটনা প্রমাণ করে দেখান?

Ans-আচার্য জগদীশচন্দ্র বসু

27. প্রকরণ চলন কোথায় দেখা যায় ?

Ans: বনচাঁড়ালের পত্রকে ।

28. উদ্ভিদের কয় প্রকার চলন লক্ষ্য করা যায়?

উঃ-ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক.

29. একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও । 

Ans: চোখে আলো পড়লে তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ হয়ে যায় ।

30. দু’টি স্নায়ুকোশের সংযোগস্থলকে কী বলে ? 

Ans: সাইন্যাপ্স । 

31.স্নায়ুকোশের মৃত্যুর পর কে তার স্থান দখল করে ?

Ans: নিউরোগ্লিয়া ।

32.অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী ? 

Ans: ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড ( IAA ) ।

33. একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও । 

Ans: অ্যাসিটাইল কোলিন ।

34. কোন হরমোন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ করে ? 

Ans: কাইনিন উদ্ভিদের অঙ্গবিভেদ নিয়ন্ত্রণ

35. স্নায়ুর আবরণকে কী বলে ? 

Ans: এপিনিউরিয়াম ।

36. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ? 

Ans: লঘুমস্তিষ্ক । 

37. স্নায়ুকোশ বিভাজিত হয় না কেন ? 

Ans: সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকার কারণে ।

38. একটি অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ দাও?

উঃ-হরমোন

39. রোটেশন লক্ষ্য করা যায় কোন উদ্ভিদে?

উঃ-পাতা শেওলার পাতার কোষে

40. নিকোটিন্যাস্টি চলন কোন উদ্ভিদে লক্ষ্য করা যায়?

উঃ-তেঁতুল গাছের পাতায়

41.নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় কোন উদ্ভিদে?

উঃ-সুন্দরী গাছে

42.উদ্ভিদ হরমোনের উৎস কোথায়?

উঃ-বর্ধনশীল অঙ্গের ভাজক কলায়

43.উদ্ভিদের নাইট্রোজেন বিহীন হরমোন কোনটি?

উঃ-জিব্বেরেলিন

44. একটি প্রকল্পিত হরমোনের নাম লেখ?

উঃ-ফ্লোরিজেন

44.অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি?

উঃ-ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA)

45.পার্থেনোকার্পি কি?

উঃ-বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি

46. প্রাণী হরমোনের উৎস কি?

উঃ-অন্তক্ষরা গ্রন্থি

47.TSH এর পুরো নাম কি?

উঃ- Thyroid stimulation hormone

48.জনন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনগুলি?

উঃ- টেস্টোস্টেরন (পুরুষদের); প্রোজেস্টেরন (মহিলাদের)

49.নারকেলের তরল সস্যে কোন অ্যাসিড থাকে?

উঃ-সাইটোকাইনিন

50.স্টেরয়েডধর্মী প্রাণী হরমোন কোনগুলি?

উঃ-টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন

51.কোন গ্রন্থিকে মিশ্রগ্রন্থি বলা হয়?

উঃ-অগ্ন্যাশয়

52.জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম কি?

উঃ- জিব্বেরেলিক অ্যাসিড (GA)

53.ট্যাকটিক চলন লক্ষ্য করা যায় এমন একটা উদ্ভিদের নাম লেখ?

উঃ-ফার্ন গাছ

54.উদ্ভিদ হরমোন কয় প্রকার?

উঃ-তিন প্রকার (অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন)

55.উদ্ভিদের ক্ষারীয় হরমোন কোনটি?

উঃ-সাইটোকাইনিন

56.অক্সিন হরমোনের আবিস্কারক কে?

উঃ-ভেন্ট(Went,1928)

57.কোন বিজ্ঞানী উদ্ভিদদেহে হরমোনের উপস্থিতি জানতে পারেন?

উঃ-চার্লস ডারউইন,1881সালে 

58.উদ্ভিদ হরমোনের পরিবহনের ধরন কি?

উঃ- ব্যাপন প্রক্রিয়ায়, জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে বাহিত হয়

59.কোন হরমোন অগ্রস্থ প্রকটতা ঘটায়?

উঃ-অক্সিন

60.জিব্বেরেলিক অ্যাসিডের আবিস্কারক কে?

উঃ-ক্যুরোশোয়া

61.একটি গ্যাসীয় হরমোনের নাম লেখ?

উঃ-ইথিলিন

62. TRH এর পুরো নাম কি?

উঃ- থাইরোট্রফিন রিলিজিং হরমোন

63.কতকগুলি অন্তক্ষরা গ্রন্থির উদাহরণ দাও?

উঃ- পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনাল, জনন গ্রন্থি

64.প্রাণী হরমোন কার মাধ্যমে পরিবাহিত হয়?

উঃ- রক্ত ও লসিকার মাধ্যমে

65.প্রানী হরমোনের প্রকৃতি কিরুপ?

উঃ-প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েডধর্মী

66.ন্যাস্টিক চলন কয় প্রকার?

উঃ-পাঁচ প্রকার (ফোটোনাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, নিকোটিন্যাস্টিক, কেমোন্যাস্টিক)

67.ট্রপিক চলন কয় প্রকার?

উঃ-তিন প্রকার (ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক)

68. কোন প্রকার চলনকে সামগ্রিক চলন বলা হয়?

উঃ-ট্যাকটিক চলন

69.কোন প্রকার চলন হরমোন দ্বারা প্রভাবিত হয়?

উঃ-ট্রপিক চলন (অক্সিন হরমোন দ্বারা)

70.অ্যামিবার গমনকে কী বলে ?

Ans : অ্যামিবয়েড গতি ।

71. কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করার জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?

Ans : কৃত্রিম অক্সিন (2, 4-D)।

72. জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কী কী ?

Ans : জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি হল- কার্বন,হাইড্রোজেন ও অক্সিজেন।

73.হরমোনের পরিণতি কী ?

Ans : হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়।

74. GH এর কম ক্ষরণে কী রোগ হয় ?

Ans : বামনত্ব বা ডোয়ারফিজম।

75. GH এর অধিক ক্ষরণে কী রোগ হয় ?

Ans : জাইগ্যানটিজম বা অতিকায়ত্ব।

76. অ্যাক্রোমেগালি রোগ কী কারণে হয় ?

Ans : STH এর অধিক ক্ষরণের ফলে হয়।

77. কারক কাকে বলে ?

Ans : যে সব অঙ্গ উদ্দীপনায় উদ্দীপিত হয় তাকে কারক বা ইফেকটর বলে। যেমন—গ্রন্থি ও পেশি ।

78 . স্নায়ুকোশের দীর্ঘ প্রবর্ধকের নাম কী ?

Ans : অ্যাক্সন ।

79 .  অ্যাক্সনের শেষ প্রান্তের সূক্ষ্ম শাখাগুলিকে কী বলে ?

Ans: প্রান্তবুরুশ বলে ।

80. একটি ইফারেন্ট স্নায়ুর (আজ্ঞাবহ স্নায়ু) উদাহরণ দাও ।
Ans : অকিউলোমোটর স্নায়ু ।
81 .নিউরোন কত প্রকারের ?
Ans : নিউরোন প্রধানত তিন প্রকারের, যথা—(i) সংজ্ঞাবহ নিউরোন, (ii) আজ্ঞাবহ নিউরোন ও (ii) সহযোগী নিউরোন।
82. স্নায়ুতন্ত্রের একক কী ?
Ans: স্নায়ুকোশ বা নিউরোন।
83. একটি নিউরোহরমোনের উদাহরণ দাও।
Ans : ভেসোপ্রেসিন বা ADH ।
84 . কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান অংশ দুটি কী কী?
Ans : মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড ।
85.ভিট্রিয়াস হিউমর কোথায় থাকে ?
Ans: লেন্স-এর পশ্চাদ প্রকোষ্ঠে থাকে ।
86. চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
Ans: রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় ।
87. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান কোনটি ?
Ans: নিউরোন বা স্নায়ুকোশ ।
88.সুষুম্নাকাণ্ডের শেষ প্রান্তের সূঁচালো অংশকে কী বলে?
Ans: ফাইলাম টারমিনেল ।
89. প্রাত্যহিক জীবন থেকে প্রতিবর্তের একটি গুরুত্ব উল্লেখ করো ।
Ans: খেতে খেতে শ্বাসনালিতে কিছু আটকে গেলে বিষম খাওয়া বা কাশি হওয়া ।
90. লেন্স এর কাজ কী ?
Ans : আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় ফোকাস সৃষ্টি করে ।
91. GH-এর পুরো নাম কী ?
Ans : গ্রোথ হরমোন ।
92. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় ?
Ans : অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন।
93. গুরুমস্তিষ্কের কটি গোলার্ধ এবং কী কী?
Ans: দুটি গোলার্ধ-বাম গোলার্ধ ও ডান গোলার্ধ ।
94. একটি এক্সটেনসর পেশির উদাহরণ দাও ।
Ans : ট্রাইসেপস ।
95. একটি ট্রফিক হরমোনের উদাহরণ দাও।
Ans: থাইরোট্রফিক হরমোন বা TSH ।
96. মানবদেহের কোন কোশে ক্ষণপদ দেখা যায় ?
Ans: শ্বেত রক্তকণিকা ।
97. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি ?
Ans : ফিমার ।
98. উদ্ভিদের অগ্রথ প্রকটতা ঘটায় কোন হরমোন?
Ans: অক্সিন।
99. জিব্বেরেলিনের দুটি উৎস উল্লেখ করো।
Ans: জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে ও বীজপত্রে পাওয়া যায়।
100. যে প্রক্রিয়ায় কোনো অঙ্গাকে দেহাক্ষের নিকটবর্তি হতে সাহায্য করে তাকে কী বলে ?
Ans: অ্যাডাকশন বলে।
101. রোটেশন কাকে বলে?
Ans: যে প্রক্রিয়ার দেহের কোনো অংশ আবর্তিত হয় তা রোটেশন বলে ।
102.একটি অ্যাক্টর পেশির উদাহরণ দাও ।
Ans: ল্যাটিসিমাস ডরসি ।
103.পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন ?
Ans: সাইটোকাইনিন।
104.একটি অ্যামাইনোধর্মী হরমোনের নাম কী ?
Ans: অ্যাড্রিনালিন।
105. GTH এর পুরো নাম কী ?
Ans : গোনাডোট্রফিক হরমোন।
106.LTH হয় পুরো নাম কী ?
Ans : লিউটোট্রফিক হরমোন।
107. লঘুমস্তিষ্কের গোলকদ্বয়ের সংযোজক কোনটি ?
Ans: ভারমিস ।
108. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কত প্রকারের?
Ans : স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দুপ্রকারের যথা- সমবেদী ও পরাসমবেদী ।
109.LH হয় পুরো নাম কী ?
Ans : লিউটিনাইজিং হরমোন।
110. প্রাণী হরমোনের উৎস কী ?
Ans: এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি।



পূর্বে যা আলোচনা করা হয়েছে :: 

1..PART - 3 ::  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 3 ..   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।



2. PART -2 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 2


3. PART - 1 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 1















12 July 2023

July 12, 2023

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) PART -3 সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 3

   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।




দশম শ্রেণীর  জীবন বিজ্ঞান
অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১)
PART - 3

সঠিক জোড় টি লেখো :: 

1. পুং গোনাড : শুক্রাশয় :: স্ত্রী গোনাড : ________ ।
Ans :ডিম্বাশয়

2. ADH : ভেসোপ্রেসিন :: অক্সিটোসিন : ________ ।
Ans :পিটোসিন

3. প্রাকৃতিক হরমোন : অক্সিন : : প্রকল্পিত হরমোন : ________ ।
Ans :ফ্লোরিজেন

4. প্রোটিন হরমোন : ইনসুলিন :: স্টেরয়েড হরমোন : ________ ।
Ans  :ইস্ট্রোজেন

5. সেরিব্রামের ভাঁজ : গাইরাস :: সেরিব্রামের খাঁজ : _________ ।
Ans :সালকাস

6. অ্যামিবা : সিউডোপপাডিয়া :: ইউগ্লিনা : ________ ।
Ans :ফ্ল্যিাজেলা

7. ফিমার : পায়ের অস্থি :: রেডিয়াস : ________ ।
Ans :হাতের অথি

8. মায়োপিয়া : অবতল লেন্স :: হাইপারমেট্রোপিয়া : ________ ।
Ans :উত্তল লেন্স

9. পিটুইটারির ওজন : 500 mg :: থাইরয়েডের ওজন : ________ ।
Ans :20 gm

10. সরল প্রতিবর্ত : সুষুম্নাকাণ্ড :: জটিল প্রতিবর্ত : ________ ।
Ans :মস্তিষ্ক

11. বৃহত্তম অক্ষিগাোলক : ঘোড়ার :: ক্ষুদ্রতম অক্ষিগোলক : ________ ।
Ans :বাঁদরের

12.ক্ষুদ্রতম অন্তঃক্ষরাগ্রন্থি : পিটুইটারি :: বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি : ________ ।
Ans :থাইরয়েড

13.বামনত্ব : STH :: গয়টার : ________ ।
Ans :TSH

14. টিউলিপ ফুল : থার্মোন্যাস্টি :: পদ্ম ফুল : ________ ।
Ans :ফোটোন্যাস্টি


15.বৃক্ক নিঃসৃত হরমোন : এরিথ্রোপোয়েটিন :: হৃৎপিণ্ড নিঃসৃত হরমোন : ________ ।
Ans :ANF

16. দূরবন্ধ দৃষ্টি : হাইপারমেট্রোপিয়া :: নিকট বন্ধ দৃষ্টি : ________ ।
Ans :মায়োপিয়া 

17.রড কোশ : মৃদু আলো :: কোন কোশ : _________ ।
Ans :উজ্জ্বল আলো .

18.অগ্রস্থ প্রকটতা : অক্সিন :: কাক্ষিক মুকুলের বৃদ্ধি : ________ ।
Ans :কাইনিন

19.প্রতিসারক মাধ্যম : লেন্স :: প্রতিবিম্ব গঠন ________ ।
Ans :রেটিনা

20.জিব্বেরেলিন : অ্যাসিটাইল CoA :: ইথিলিন : ________ ।
Ans :মিথিওনিন 

21.রড কোশ : 110-125 মিলিয়ন :: কোন কোশ _________ ।
Ans :6-7 মিলিয়ন

22.স্তন্যপায়ীদের করোটিয় স্নায়ু : 12 জোড়া :: মাছের করোটিয় স্নায়ু: ________ ।
Ans :10 জোড়া

23.মিশ্র গ্রন্থি : শুক্রাশয় :: বহিক্ষরা গ্রন্থি : ________ ।
Ans :লালাগ্রন্থি


24.সল ও জেল মতবাদ : অ্যামিবয়েড গমন :: মেটাক্রোনাল ছন্দ ________ ।
Ans :সিলিয়ারী গমন

25. ভ্রূণমুকুলাবরণী : অক্সিন :: ডাবের জল : ________ ।
Ans :কাইনিন

26. স্নায়ুতন্তু : এন্ডোনিউরিয়াম :: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র : ________ ।
Ans :মেনিনজেস

27. গ্রাহক প্রবর্ধক : ডেনড্রন :: প্রেরক প্রবর্ধক : ________ ।
Ans :অ্যাক্সন

বিসদৃশ শব্দটি বেছে লেখো ::

1. ভুট্টার সস্য, ডাবের জল, অঙ্কুরিত চারাগাছ, টম্যাটোর রস।
Ans :অঙ্কুরিত চারাগাছ

2. হিউমেরাস, টিবিয়া, আলনা, কারপাল ।
Ans :টিবিয়া

3. পদ্ম, সূর্যমুখী, ফোটোন্যাস্টিক, টিউলিপ ।
Ans :টিউলিপ

4.ট্রপিক চলন, ফুলফোটা, অগ্রন্থ প্রকটতা, মুকুললাম ।
Ans :ফুলফোটা

5. IAA, IBA, IPA, NAA ।
Ans :IAA

6.এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাক্টর, ফ্লেক্সন ।
Ans :অ্যাডাক্টর


7.ভেগাস, অপটিক, ফেসিয়াল, ট্রাইজেমিনাল।
Ans :অপটিক

8.নিজল দানা, র‍্যানভিয়ারের পর্ব, সোয়ান কোশ, অ্যাক্সোপ্লাজম।
Ans :নিজল দানা

9.গ্লুকাগন, অ্যাড্রেনালিন, ইনসুলিন, লন ইনসুলিন, সোমাটোস্টেটিন ।
Ans :অ্যাড্রিনালিন

10.ক্রেটিনিজম, মিক্সিডিমা, গয়টার, বামনত্ব ।
Ans :বামনত্ব

11.GH, ADH, ইনসুলিন, FSHT ।
Ans :ইনসুলিন

12.মায়োপিয়া, ক্যাটারাক্ট, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া।
Ans :ক্যাটারাক্ট

13.লঘু মস্তিষ্ক, অর্ধবৃত্তাকার নালি, ভেস্টিবিউল, গুরু মস্তিষ্ক ।
Ans :গুরুমস্তিষ্ক

14. পাইরিফরমিস পেশি, অ্যাডাকটর ম্যাগনাস, ল্যাটিসিমাস ডরসি, লংগাস ।
Ans :পাইরিফরমিস পেশি

15. কেমোন্যাস্টিক, কলসপত্রী, সন্ধ্যামালতি, সূর্যশিশির ।
Ans :সন্ধ্যামালতি

পূর্বে যা আলোচনা করা হয়েছে :: 

1..PART - 4 ::  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 4..   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।



2. PART -2 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 2


3. PART - 1 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 1


11 July 2023

July 11, 2023

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) PART-2 সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 2

  প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।


শূন্যস্থান পূরণ প্রশ্নোত্তর : মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (প্রথম অধ্যায়) প্রশ্ন ও উত্তর / Madhyamik Life Science Question and Answer : 

শূন্যস্থান পূরণ প্রশ্নোত্তর :  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়  সাজেশন / WBBSE Class 10th Life Science Suggestion :: 

দশম শ্রেণীর  জীবন বিজ্ঞান
অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১)
PART - 2


1. অ্যামিবার গমন পদ্ধতি হল ______ ।

Ans :অ্যামিবয়েড

2. গমনে সক্ষম উদ্ভিদ হল ______ ।

Ans :ভলভক্স

3. অস্থিসন্ধিগুলি ______ বন্ধনি দ্বারা আবদ্ধ থাকে ।

Ans :লিগামেন্ট

4. ______ পেশার সংকোচনে গোড়ালি মাটি থেকে ওপরে উঠে আসে ।

Ans:গ্যাস্ট্রোকনেমিয়াম

5. ক্ষণপদ ______ গমন অঙ্গ ।

Ans :অ্যামিবার

6. মাছের ______ ও শ্রোণিপাখনা হল জোড় পাখনা ।

Ans :বক্ষ পাখনা

7. পাখির উড্ডয়ন দু-প্রকার ______ ও ______ ।

Ans : ফ্ল্যাপিং, গ্লাইডিং

8. ভলভক্স এর আলোর দিকে গমন চলনের ______ উদাহরণ ।

Ans :ফোটোট্যাকটিক

9. সল জেল পরিবর্তনের সাহায্যে ______ প্রাণীর গমন ঘটে ।

Ans :অ্যামিবা

10. ______ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন

Ans : রেজোন্যান্ট রেকোর্ডার

11. রোটেশন সাহায্যকারী পেশি হল ______ |

Ans :পাইরিফরমিস পেশি

12. প্রানী হরমোন _______ গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।

Ans :অনাল

13. _______ একটি গ্যাসীয় হরেমান।

Ans :ইথিলিন

14. মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থিসংলগ্ন পেশির নাম ______ |

Ans :মায়োটোম

15. সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হল ______ ।

Ans :হেলিওট্রপিজম

16. _______ হরমোন DNA রেপ্লিকেশন ত্বরান্বিত করে।

Ans :সাইটোকাইনিন

17. বনচাঁড়ালের পাতার ত্রিফলকের পার্শ্ব পত্ৰক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হল এক প্রকার ______ চলন ।

Ans  : প্রকরণ

18. ডাবের জল _______ হরমোন থাকে।

Ans : কাইনিন

19. গমনে অক্ষম  প্রাণী _______ ।

Ans :স্পঞ্জ

20. উদ্ভিদ হরমোন _______ কলা থেকে উৎপন্ন হয় ।

Ans :ভাজক

21. _______ এটি স্টেরয়েড হরমোন।

Ans :ইস্ট্রোজেন

22. হরমোনকে _______ সমম্বায়ক বলে।

Ans :রাসায়নিক

23. প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন _______ ।

Ans :অক্সিন

24._______ একটি প্রোটিন হরমোন।

Ans :ইনসুলিন

25. _______ অন্তঃক্ষরা গ্রন্থি না হয়েও অন্তঃক্ষরা তন্ত্রের কার্য নিয়ন্ত্রন করে

Ans :হাইপোথ্যালামাস

26. _______ হরমোন ক্লোরোফিল বিনষ্টিকরণ বিলম্বিত করে।

Ans :সাইটোকাইনিন

27. বীজের দ্রুত অঙ্কুরোদ্গম ঘটায় _______ হরমোন।

Ans: জিব্বেরেলিন

28._______ ঘনত্বে অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটায়।

Ans:বেশি

29. _______ একটি গ্লাইকোপ্রোটিন হরমোন।

Ans :FSH

30. _______ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।

Ans :কাইনিন

31. গুরুমস্তিষ্কের অর্ধগোলক দুটি ___________ নামক স্নায়ুযোজক দিয়ে যুক্ত থাকে।

Ans :করপাস ক্যালোসাম

32. উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোন হল ________ ।

Ans   :জিব্বেরেলিন

33. _______ হল অ্যান্টি জিব্বেরেলিন হরমোন।

Ans :অ্যাবসিসিক অ্যাসিড

34.__________ -এর দ্বিনেত্রি দৃষ্টি দেখা যায়।

Ans:মানুষ

35. _______ একটি অ্যামাইনো হরমোন।

Ans :থাইরক্সিন

36. থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে শিশুদের _______ রোগ হয়।

Ans :ক্রেটিনিজম

37. মস্তিষ্কের ফাঁপা স্থানকে ____________ বলে।

Ans:[ভেন্ট্রিকল]

38.___________ হল মেনিনজেসের বাইরের স্তর।

Ans :ডুরাম্যাটার

39.  _______ একটি অ্যান্টিডায়াবেটিক হরমোন।

Ans :ইনসুলিন

40. __________ স্নায়ুকলার ধারক কোশ হিসেবে কাজ করে।

Ans :নিউরোগ্নিয়া



পূর্বে যা আলোচনা করা হয়েছে :: 

1..PART - 3 ::  দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 3 ..   প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এর প্রথম অধ্যায় - জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।



2. PART -4 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 4


3. PART - 1 :: দশম শ্রেণীর জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় (অধ্যায়-১) সাজেশন | WBBSE Class 10th Life Science Suggestion/Class 10 life science/ PART - 1




 




× close ad

Join Our Group

Join Telegram