Breaking

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

18 August 2022

অষ্টম শ্রেণী : পরিবেশ ও বিজ্ঞান | অধ্যায়: বল ও চাপ | WBBSE Class 8 Science | Questions & Answers ! অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় বল ও চাপ

অষ্টম শ্রেণী : পরিবেশ ও বিজ্ঞান | অধ্যায়: বল ও চাপ | WBBSE Class 8 Science | Questions & Answers 

 /  
প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান এর প্রথম অধ্যায় এর  বল ও চাপ অংশের প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব | এই পোস্টে বল ও চাপ অধ্যায়টির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর সহজ -সরল ভাষায় আলোচনা করা হয়েছে যেটা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য তোমাদের খুবই উপযোগী হবে।

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান
অধ্যায় - বল ও চাপ
PART - 1


1. বল কাকে বলে ?
 উত্তর : বাইরে থেকে যা প্রয়োগ করে  কোন বস্তুর স্থির বা গতিশীল অবস্থা  পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয়, তাকে বল  বলে।

2. বলের একক লেখ?
  উত্তর : বলের পরম একক :    CGS পদ্ধতিতে ডাইন
                                                   SI পদ্ধতিতে নিউটন

3. 1 ডাইন বল কাকে বলে ?
  উত্তর : এক গ্রাম ভরের  কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করলে এক  সেমি / সেকেন্ড 2

 ত্বরণের সৃষ্টি হয়,তাকে এক ডাইন বলে।

4.  1 নিউটন বল কাকে বলে ?
উত্তর  : 1 কেজি ভরের কোন বস্তুর উপর যে বল ক্রিয়া করলে মিটার / সেকেন্ড 2ত্বরণের সৃষ্টি হয়, তাকে এক নিউটন বল বলে।

5. বল পরিমাপ করার যন্ত্রের নাম কি ?
উত্তর: স্প্রিং তুলাযন্ত্র |

6. একটি 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতের ওপর কত পরিমান বল প্রয়োগ করবে ? 
উত্তর: 9.8 নিউটন |



7. নিউটনের তিনটি গতি সূত্র লেখ ?
 উত্তর  :  
প্রথম গতিসূত্র: বাইরে থেকে কোন বস্তুর উপর প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু সরলরেখা বরাবর সমবেগে চলতে থাকবে। 
 
দ্বিতীয় গতিসূত্র : কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক,  প্রযুক্ত বল যে দিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন ও সেই দিকে হয়।

তৃতীয় গতিসূত্র: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে।

8. ত্বরণ কাকে বলে? এর একক লেখ ?
 উত্তর  : 
 বস্তুর বেগ বৃদ্ধি হারকে ত্বরণ বলে।
 একক :ত্বরণের CGS একক সেমি /সেকেন্ড 2

SI একক মিটার /সেকেন্ড 2


9. জাড্য কাকে বলে ? কয় প্রকার ও কি কি?
  উত্তর  : 
 কোন বস্তু যে অবস্থায় থাকে, বস্তুটির সেই অবস্থাতেই থাকার প্রবণতাকে পদার্থের জাড্য  বলে।
 
জাড্য দুই প্রকার। যথা-১) স্থিতিজাড্য এবং ২) গতিজাড্য

10 . স্থিতি জাড্য কাকে বলে? উদাহরণ দাও ?
 কোন স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলে।
 উদাহরণ: গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করেগাড়ির মধ্যে বসে থাকা সকল যাত্রীরা পিছন দিকে হেলে যায় এটি হয় স্থিতি জাড্যের জন্য। যখন গাড়ি স্থির থাকে তখন গাড়ির ভেতরে থাকা যাত্রীদের সর্বাংশ স্থির থাকে কিন্তু হঠাৎ গাড়ি চলতে শুরু করলে যাত্রীদের দেহের নিম্নাংশ গাড়ি সংলগ্ন থাকায় সেটি গতিশীল হয় কিন্তু দেহের উর্ধাংশ স্থির  অবস্থায় থাকতে চায় , তাই যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে।

11. গতিজাড্য কাকে বলে? উদাহরণ দাও?
 কোন সচল বস্তু তার গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে গতিজাড্য বলে।
 উদাহরণ : চলন্ত গাড়ি হঠাৎ থামলে গাড়ির মধ্যে থাকা যাত্রীরা সামনের দিকে হেলে পরে এটি হয় গতিজাড্যের জন্য। কারণ গাড়ি যখন গতিশীল থাকে গাড়ির মধ্যে থাকা যাত্রীদের সমস্ত দেহই গতিশীল থাকে।  গাড়ি যখন হঠাৎ থামে তখন যাত্রীদের দেহের নিম্নাংশ গাড়ির সঙ্গে স্থির অবস্থায়  চলে আসে কিন্তু দেহের উদ্ধাংশ গতিজাড্যের জন্য    তখনও পর্যন্ত গতিশীল অবস্থায় থাকতে চায় তাই যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে  ।

12. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কাকে বলে ?   
উত্তর: যখন কোনো একটি বস্তু অপর একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুটির ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে।
প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে, তাকে ক্রিয়া বলে এবং দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর ওপর যে বিপরীতমুখী বল প্রয়োগ করে তাকে প্রতিক্রিয়া বলে ।

13. একটি 10  কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে বাটখারাটি হাতের ওপর কত পরিমান বল প্রয়োগ করবে ? 
উত্তর: 10 × 9.8 = 98 নিউটন ।

14. বল = বস্তুর ভর  x ................................. 
উত্তর: 
 বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ 

15.  বল পরিমাপক সমীকরণটি লেখ।

উত্তর: F= ma অর্থাৎ,
বল = বস্তুর ভর × বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ




অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় বল ও চাপ
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পার্ট ওয়ান
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণি
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান কোশ্চেন
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান কুড়ি
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান গাইড
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান ঘটনা
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান চাপ
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান তথ্য
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান 50
পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণি পূর্ণমান 50
অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান শ্রেণীর প্রশ্ন

No comments:

Post a Comment

× close ad

Join Our Group

Join Telegram